অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
দিল্লি ও মুম্বাই সহ প্রধান বিমানবন্দরগুলিতে ডিজিসিএ – এর ব্যাপক নজরদারি
प्रविष्टि तिथि:
24 JUN 2025 6:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৫
ভারতে নিরাপদ বিমান ভ্রমণ নিশ্চিত করতে অসামরিক বিমান চলাচল ডিরেক্টরেট জেনারেল প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে ডিজিসিএ ১৯ জুন, ২০২৫ তারিখে একটি নির্দেশ জারি করেছে। তাতে বিমান চলাচল ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি কেন্দ্রীভূত মূল্যায়নে জোর দিয়েছে।
ডিজিসিএ – এর যুগ্ম মহাপরিচালকের নেতৃত্বে দুটি দল মুম্বাই ও দিল্লি সহ প্রধান বিমানবন্দরগুলিতে রাতে ও ভোর বেলায় ব্যাপক নজরদারি চালায়। বিমান পরিচালনা, র্যাম্পের সুরক্ষা, এটিসি নিয়ন্ত্রণ, যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হয়।
নজরদারি চলাকালীন যে তথ্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে – ব্যাগেজ ট্রলি, গ্রাউন্ড হ্যান্ডলিং সরঞ্জামগুলি অকার্যকর, লাইনের রক্ষণা-বেক্ষণ যথাযথ হয়নি।
বিমান রক্ষণা-বেক্ষণের সময় নির্দিষ্ট ক্রমাঙ্ক অনুসরণ করে কাজ করা হয়নি। কিছু ক্ষেত্রে নির্ধারিত আসনের নীচে লাইভ জ্যাকেট পাওয়া যায়নি, প্রযুক্তিগত বিষয় লগবুকে নথিভুক্ত করা হয়নি ইত্যাদি।
১৯ জুন, ২০২৫ তারিখের এই নির্দেশ অনুযায়ী, ব্যবস্থাপনায় বিপদ শনাক্তকরণের জন্য নজরদারির এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
SC/PM/SB…
(रिलीज़ आईडी: 2139450)
आगंतुक पटल : 19