প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিআর – এর উদ্যোগে নতুন দিল্লিতে অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য জব ফেয়ার

प्रविष्टि तिथि: 19 JUN 2025 12:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৫ 

 

সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সৈনিক কল্যাণ দপ্তরের ডিরেক্টর জেনারেল রিসেটেলমেন্ট (ডিজিআর) একটি চাকরি মেলা বা জব ফেয়ার – এর আয়োজন করেছে। এই আয়োজনে অবসরপ্রাপ্ত আধিকারিক এবং তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহণ, প্রশাসন, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 
তারিখ – ২০ জুন, ২০২৫
স্থান – দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টার
সময় – সকাল ৯টা
নিবন্ধন -http://www.esmhire.com
২০২৫-২৬ অর্থবর্ষে ডিজিআর দেশ জুড়ে ১৮টি জব ফেয়ার – এর আয়োজন করবে। এই জব ফেয়ার থেকে বিভিন্ন সংস্থা অভিজ্ঞ পেশাদার ব্যক্তিদের সন্ধান সহজেই পাবে। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকরাও তাঁদের দক্ষতা এবং নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। বিভিন্ন সংস্থা তাঁদের প্রতিষ্ঠানে প্রাক্তন সেনা আধিকারিকদের এই উদ্যোগের মাধ্যমে কাজে যুক্ত করতে পারবে।
অসামরিক নাগরিকদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাক্তন সৈনিকদের নেতৃত্বদান, শৃঙ্খলা পরায়ণতা এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতাকে উপস্থাপিত করতে প্রতিরক্ষা মন্ত্রক দায়বদ্ধ। এর মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণের দিকটিও নিশ্চিত করা হয়। 
বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 
ডিজিআর – এর নির্দেশক (এসই): dirsedgr@desw.gov.in | 011-20862532
ডিজিআর – এর যুগ্ম নির্দেশক (সিআই): seopadgr@desw.gov.in | 011-20862432

 


SC/CB/SB


(रिलीज़ आईडी: 2137867) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil