নির্বাচনকমিশন
ভারতের নির্বাচন কমিশন ভোটারদের দ্রুত সচিত্র পরিচয়পত্র প্রদান করবে
प्रविष्टि तिथि:
18 JUN 2025 8:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৫
ভোটারদের কাছে দ্রুত সচিত্র পরিচয়পত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) চালু করেছে। ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তিকরণ বা বিদ্যমান ভোটারের বিবরণে কোনও পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে ভোটারদের আপডেটেড সচিত্র পরিচয়পত্র প্রদান করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশীর পরিকল্পনা অনুযায়ী ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সঙ্গতিপূর্ণ হল এই উদ্যোগ।
নতুন এই ব্যবস্থাপনা নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-এর মাধ্যমে ভোটারদের সচিত্র পরিচয়পত্র তৈরি থেকে শুরু করে ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের কাছে পরিচয়পত্র পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ের সঠিক সময়ে নজরদারি নিশ্চিত করবে। ভোটাররাও প্রতিটি পর্যায়ে এসএমএস-এর মাধ্যমে তথ্য জানতে পারবেন। তারাও সচিত্র পরিচয়পত্রের অবস্থান সম্পর্কে অবহিত হবেন।
ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি চালু হওয়া ইসিআইনেট প্ল্যাটফর্মে একটি ডেডিকেটেড আইটি মডিউল চালু করেছে। ভোটারদের কাছে যাতে নির্বিঘ্নে সচিত্র পরিচয়পত্র পৌঁছে যায়, এরজন্য ডাক বিভাগের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই)-এর সঙ্গে ইসিআইনেট যুক্ত করা হবে। এতে ভোটারদের তথ্য সুরক্ষিত থাকবে।
সকল ভোটারকে দ্রুত এবং কার্যকরী নির্বাচনী পরিষেবা প্রদান করা ভারতের নির্বাচন কমিশনের লক্ষ্য। উল্লেখ করা যেতে পারে গত ৪ মাসে কমিশন ভোটার এবং অন্যান্য অংশীদারদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিয়েছে।
SC/SS/NS…
(रिलीज़ आईडी: 2137607)
आगंतुक पटल : 10