সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডের উচ্চপর্যায়ের বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিদলের ভারত সফর

Posted On: 17 JUN 2025 9:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৫

 

সুপ্রাচীন যোগাযোগের সূত্রে ভারত ও থাইল্যান্ডের মধ্যে ঐতিহাসিক গভীর সম্পর্কের বন্ধন গড়ে ওঠেছে। 

তাঁর সাম্প্রতিক থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বিখ্যাত বৌদ্ধ মন্দির ওয়াট ফো পরিদর্শন করেন এবং একটি স্মারক উপহার দেন।  প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১৯৬০ সালে গুজরাটের আরাবল্লীতে উদ্ধার হওয়া দেবনী মৌরীর পবিত্র স্মৃতিচিহ্ন থাইল্যান্ডে পাঠানো হবে। 

এই সফরের পরপরই ৬ দিনের ভারত সফরে এসেছেন মন্ত্রী সহ থাইল্যান্ডের বৌদ্ধ সংঘের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তাঁরা গুজরাট সফরও করবেন। 

প্রতিনিধিদলের সদস্যরা আজ জাতীয় সংগ্রহালয় পরিদর্শন করেন।  সংসদ ও সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুদেশের মধ্যে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন। সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। গত বছর ভারত থেকে থাইল্যান্ডে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতি ও পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

 


SC/ MP/NS…


(Release ID: 2137128) Visitor Counter : 3
Read this release in: English , Urdu , Hindi , Marathi