অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মকাণ্ড খতিয়ে দেখল ডিজিসিএ
प्रविष्टि तिथि:
17 JUN 2025 8:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৫
অসামরিক বিমান পরিবহণ মহানির্দেশনালয় বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়া লিমিটেড এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষ পদাধিকারিদের সঙ্গে ঐ দুটি উড়ান সংস্থার পরিচালন সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখল। এই দুটি সংস্থা দৈনিক দেশ ও বিদেশে ১ হাজারেরও বেশি উড়ান পরিষেবা দিয়ে থাকে।
যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবা সংক্রান্ত নিয়মাবলী বজায় রাখার ওপর বৈঠকে জোর দেওয়া হয়। যে বিষয়গুলি বিশেষভাবে উঠে আসে তার মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিলম্ব। এক্ষেত্রে উপযুক্ত সমন্বয়ের ওপর জোর দিয়েছে ডিজিসিএ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আকাশ পরিসর সংক্রান্ত বিধিনিষেধ, যাত্রীদের কাছে যথাসময়ে প্রয়োজনীয় খবরাখবর ও তথ্য পৌঁছে দেওয়া নিয়েও কথা হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭ বিমানগুলির সাম্প্রতিক পর্যবেক্ষণে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের কোনো উদ্বেগের বিষয় ফুটে ওঠেনি বলে জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ জুন এই দুটি সংস্থার নির্ধারিত ৯০টি উড়ানের মধ্যে ছ’টি বাতিল করা হয়েছে। বি-৭৮৭-এর নির্ধারিত ৫০টি উড়ানের মধ্যে বাতিল হয়েছে পাঁচটি। ১৭ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি সংস্থার নির্ধারিত ৫৫টি উড়ানের মধ্যে ১৬টি বাতিল হয়েছে। বি-৭৮৭ বিমানের ক্ষেত্রে ৩০টি উড়ানের মধ্যে বাতিল হয়েছে ১৩টি।
ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। সবক’টি উড়ান সংস্থার কাজকর্মের ওপরেই কড়া নজর রাখা হবে।
SC/AC/DM..
(रिलीज़ आईडी: 2137127)
आगंतुक पटल : 22