প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী : বর্তমানে নারী শক্তি সক্রিয়ভাবে এক বিকশিত ভারত-এর সংকল্পে অংশ নিচ্ছে এবং নানা ক্ষেত্রে নজির রাখছে

Posted On: 08 JUN 2025 11:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জুন, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১১ বছরে মহিলাদের নেতৃত্বে উন্নয়নে সরকারের আলোকপাতের উল্লেখ করে এক উন্নত ভারতের লক্ষ্যে যাত্রাপথে মহিলাদের রূপান্তরকারী ভূমিকার কথা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের মা, বোন এবং মেয়েদের একটা সময় দেখতে হয়েছে যখন, প্রতিটি পদক্ষেপে তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হতো। কিন্তু আজ তাঁরা শুধুমাত্র এক উন্নত ভারতের সংকল্পে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাই নয়, শিক্ষা থেকে ব্যবসা প্রতিটি ক্ষেত্রে নজির সৃষ্টি করছেন। শ্রী মোদী আরও বলেছেন যে, গত ১১ বছরে নারী শক্তির সাফল্য সকল নাগরিকের জন্য গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকার একগুচ্ছ প্রভাবশালী উদ্যোগের মাধ্যমে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের নতুন সংজ্ঞা দিয়েছে। এগুলির মধ্যে আছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মর্যাদা, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তৃণমূল স্তরে সশক্তিকরণ।

তিনি উজ্জ্বলা যোজনাকে একটি মাইলফলক বলে উল্লেখ করেন, যেটি একাধিক বাড়িতে ধোঁয়াহীন রান্নাঘর এনেছে। কিভাবে মুদ্রাঋণ লক্ষ লক্ষ মহিলাকে উদ্যোগপতি হতে সহায়তা করেছে এবং স্বাধীনভাবে নিজেদের স্বপ্নকে পূরণ করতে সক্ষম করে তুলেছে সেটিরও উল্লেখ করেছেন তিনি। পিএম আবাস যোজনায় মহিলাদের নামে বাড়ির সংস্থানও তাঁদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের ভাবনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। 

প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের কথাও বলেছেন, যাকে তিনি শিশুকন্যার সুরক্ষায় জাতীয় অভিযান নামে উল্লেখ করেছেন।

শ্রী মোদী বলেছেন যে, বিজ্ঞান, শিক্ষা, ক্রীড়া, স্টার্টঅপ এবং সশস্ত্র বাহিনী সহ সমস্ত ক্ষেত্রে মহিলারা উৎকর্ষ প্রদর্শন করছেন এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন।।

প্রধানমন্ত্রী এক্স-এ একগুচ্ছ পোস্টের মাধ্যমে এই মন্তব্যগুলি ভাগ করে নিয়েছেন।

#11YearsOfSashaktNari

 


SC/AP/SKD


(Release ID: 2135077)