প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

আজ, নারী শক্তি একটি বিকশিত ভারত সংকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে: প্রধানমন্ত্রী

Posted On: 08 JUN 2025 11:11AM by PIB Agartala

নয়াদিল্লী, ৮ জুন ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উন্নত ভারতের অভিযাত্রায় নারীদের রূপান্তরমূলক ভূমিকার কথা তুলে ধরেছেন। গত ১১ বছরে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের উপর সরকারের মনোযোগের উপর জোর দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মা, বোন এবং কন্যারা এমন সময় দেখেছেন যখন প্রতিটি পদক্ষেপে তাদেরকে অসুবিধার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আজ তারা কেবল উন্নত ভারতের সংকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণই করছেন না, বরং শিক্ষা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই দৃষ্টান্ত স্থাপন করছেন। শ্রী মোদী আরও বলেন, গত ১১ বছরে নারী শক্তির সাফল্য সকল নাগরিকের জন্য গর্বের বিষয।

প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার একাধিক কার্যকরী উদ্যোগের মাধ্যমে নারী-নেতৃত্বাধীন উন্নয়নকে পুনঃসংজ্ঞায়িত করেছে। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মর্যাদা নিশ্চিত করা, জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং তৃণমূল পর্যায়ে ক্ষমতায়ন।

তিনি উজ্জ্বলা যোজনাকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন যা বেশ কয়েকটি বাড়িতে ধোঁয়ামুক্ত রান্নাঘর এনেছে। মুদ্রা ঋণ কীভাবে লক্ষ লক্ষ মহিলাকে উদ্যোক্তা হতে এবং স্বাধীনভাবে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম করেছে তাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মহিলাদের নামে ঘর প্রদান তাদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

 বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী, যাকে তিনি কন্যাশিশুদের সুরক্ষার জন্য একটি জাতীয় আন্দোলন হিসাবে উল্লেখ করেছেন।

শ্রী মোদী নিশ্চিত করেছেন যে বিজ্ঞান, শিক্ষা, খেলাধুলা, স্টার্টআপ এবং সশস্ত্র বাহিনী সহ সকল ক্ষেত্রেই মহিলারা অসাধারণ কাজ করছেন এবং বহু মানুষকে অনুপ্রাণিত করছেন।

প্রধানমন্ত্রী এক্স;-এ একাধিক পোস্টের মাধ্যমে এই মন্তব্যগুলি তুলে ধরেছেন। তিনি লিখেছেন,

"আমাদের মা, বোন এবং কন্যারা এমন সময় দেখেছেন যখন তাদের প্রতিটি পদক্ষেপে অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু আজ তারা কেবল উন্নত ভারতের সংকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন না, বরং শিক্ষা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে উদাহরণ স্থাপন করছেন। গত ১১ বছরে আমাদের নারীশক্তির সাফল্য দেশবাসীকে গর্বিত করবে।"

"স্বচ্ছ ভারত কর্মসূচির মাধ্যমে মর্যাদা নিশ্চিত করা থেকে শুরু করে জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি পর্যন্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের নারী শক্তির ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনা বেশ কিছু বাড়িতে ধূমপানমুক্ত রান্নাঘর এনেছে। মুদ্রা ঋণ লক্ষ লক্ষ মহিলা উদ্যোক্তাকে তাদের নিজস্ব শর্তে স্বপ্ন পূরণ করতে সক্ষম করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের নামে গৃহ নির্মাণও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।"

"বেটি বাঁচাও বেটি পড়াও কন্যাশিশুদের সুরক্ষার জন্য একটি জাতীয় আন্দোলনের সূচনা করেছিল।"

"বিজ্ঞান, শিক্ষা, খেলাধুলা, স্টার্টআপ এবং সশস্ত্র বাহিনী সহ সকল ক্ষেত্রেই মহিলারা অসাধারণ কাজ করছেন এবং বহু মানুষকে অনুপ্রাণিত করছেন।"


*** 

MD/KMD


(Release ID: 2135054)
Read this release in: English