সংস্কৃতিমন্ত্রক
ভারত থেকে বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে ভিয়েতনামে দেশ জুড়ে জাতীয় সম্মান প্রদর্শন যাত্রায় ১ কোটি ৭৮ লক্ষ ভক্তের যোগদান
Posted On:
02 JUN 2025 8:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুন, ২০২৫
ভারত থেকে বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে ভিয়েতনাম জুড়ে আধ্যাত্মিক যাত্রায় লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এই পবিত্র যাত্রা দেশের উত্তর থেকে দক্ষিণ নানাবিধ ধর্মীয় পীঠস্থান পরিভ্রমণ করে। ১ কোটি ৭৮ লক্ষেরও বেশি ভক্ত এই যাত্রায় সামিল হন। বৌদ্ধ ধর্মাবলম্বী সহ আধ্যাত্মিক ব্যক্তিবর্গ এই বুদ্ধাবশেষে শ্রদ্ধা নিবেদন করেন। এই ঘটনা ভক্তি ও সাংস্কৃতিক সৌহার্দ্যের এক বিরাট পরিমণ্ডল রচনা করে।
এই ভক্তি প্রদর্শনে ভিয়েতনামের সুপ্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের দিকটিই যে কেবল ফুটে ওঠে তা নয়, জাতীয় ঐক্য ও শান্তির প্রতি সম্মিলিত চেতনারও তা এক প্রকাশ। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল – বুদ্ধের অবশেষ নিয়ে শোভাযাত্রা, ধ্যান সম্মেলন, বৌদ্ধ স্তোত্রপাঠ, শিক্ষামূলক অধিবেশনের আয়োজন প্রভৃতি। বিভিন্ন বয়সের মানুষ এই আধ্যাত্মিক পরিক্রমায় যোগ দেন।
SC/AB/SB…
(Release ID: 2133571)
Visitor Counter : 6