প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সিডিএস নর্দার্ন এবং ওয়েস্টার্ন কম্যান্ডের সদর দপ্তর পরিদর্শন করেছেন ; অপারেশন সিঁদুর পরবর্তী রণকৌশল পর্যালোচনা এবং প্রস্তুতির নিরীক্ষা করেছেন

Posted On: 25 MAY 2025 7:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০২৫

 

চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান ২৫ মে ২০২৫-এ জম্মু-কাশ্মীরের উধমপুরে ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ড এবং হরিয়ানার চণ্ডীমন্দির মিলিটারি স্টেশনে ওয়েস্টার্ন কম্যান্ড পরিদর্শন করেছেন। তিনি অপারেশন সিঁদুরের পরিকল্পনা এবং রূপায়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত সেনা কম্যান্ডার লেফ্টেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা এবং লেফ্টেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সফরকালে তিনি কৌশলগত পর্যালোচনা এবং প্রস্তুতির নিরীক্ষা করেন। 

উধমপুরে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং তাদের সাহায্যকারীদের নিষ্ক্রিয় করতে নর্দার্ন কম্যান্ডের সাফল্য সম্পর্কে অবহিত করা হয়। শত্রুপক্ষের আক্রমণে সীমান্ত সংলগ্ন স্থানের বাসিন্দাদের পুনর্বাসনে সেনাবাহিনীর প্রয়াস সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়। 

নর্দার্ন আর্মি কম্যান্ডার বাহিনীর লাগাতার প্রস্তুতির খতিয়ান দেন এবং সীমান্ত রক্ষার পাশাপাশি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দূরীকরণে সার্বিক প্রয়াস শুরু করতে বাহিনীর দায়বদ্ধতা নিয়ে আশ্বস্ত করেন সিডিএস-কে।

চণ্ডী মন্দিরে ওয়েস্টার্ন আর্মি কম্যান্ডার অপারেশন সিঁদুর চলাকালীন বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পর্কে সার্বিকভাবে অবহিত করেন। পশ্চিম সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি অভিযান চলাকালীন প্রস্তুতি, পরিবেশ এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়। 

প্রযুক্তির ব্যবহার, বর্ধিত লজিস্টিক সক্ষমতায় যে পশ্চিম কম্যান্ডের সেনার কার্যকারিতা, পরিস্থিতিগত সচেতনতা এবং সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, তা তুলে ধরা হয়। প্রবীণদের যত্ন এবং চিকিৎসা পরিষেবার বিষয়েও জানানো হয় সিডিএস-কে। যারা দেশের সেবা করেছেন তাঁদের কল্যাণে ভারতীয় সেনার দৃঢ় সংকল্প প্রকাশিত হয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের প্রতি বাহিনীর পদক্ষেপে।

অপারেশন সিঁদুরের শহীদ জওয়ানদের স্মরণ করেন জেনারেল অনিল চৌহান। সর্বস্তরের জওয়ানদের শৌর্য, সংকল্প, শৃঙ্খলার প্রশংসা করেন তিনি। জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে সীমান্তে ব্যূহ রচনার কৌশলে কৃতকার্য হওয়াকে স্বীকৃতি দেন তিনি।

প্রতিকূল পরিস্থিতিতে কাজেকর্মে সময়মতো পদক্ষেপ নেওয়া এবং সমন্বয় রক্ষার প্রশংসা করেন সিডিএস। তিনি আগামীদিনে নিরন্তর নজরদারি, যূথবদ্ধতা এবং সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। বিপদাপন্ন সাধারণ নাগরিকের পুনর্বাসনে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।  


SC/AP/NS…


(Release ID: 2131297)
Read this release in: English , Urdu , Hindi , Marathi