আয়ুষ
জেনেভায় অনুষ্ঠিত গ্রুপ অফ ফ্রেন্ডস অফ ট্র্যাডিশনাল মেডিসিন (জিএফটিএম)-এর ষষ্ঠ সভা
Posted On:
11 MAY 2025 4:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মে, ২০২৫
জেনেভায় ভারতের স্থায়ী মিশনে (পিএমআই) চলতি বছরে ৯ মে, গ্রুপ অফ ফ্রেন্ডস অফ ট্র্যাডিশনাল মেডিসিন (জিএফটিএম)-এর ষষ্ঠ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপি স্বাস্থ্য পরিষেবায় চিরাচরিত ওষুধের ভূমিকা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হন।
গুজরাট ঘোষণাপত্র এবং পূর্বের সভাগুলির সাফল্যের ওপর ভিত্তি করে এই সমাবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিরাচরিত চিকিৎসা কৌশল ২০২৫-২০৩৪-কে সমর্থন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক চিরাচরিত ঔষধী বিষয়ক শীর্ষ সম্মেলন ২-৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতে অনুষ্ঠিত হবে।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা ভার্চুয়ালি ভাষণ দেন। তিনি সমগ্র বিশ্বে চিরাচরিত চিকিৎসার প্রচারে ভারতের নেতৃত্ব ও প্রতিশ্রুতির ওপর জোর দেন।
আয়ুষ মন্ত্রকের সচিব সুস্বাস্থ্য ও টেকশই উন্নয়নের লক্ষ্যপূরণে চিরাচরিত ওষুধের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। তিনি জাতীয় আয়ুষ মিশন, আয়ুষ আরোগ্য মন্দিরের সমন্বিত মডেল, চিরাচরিত চিকিৎসার জন্য বিমা কভারেজ এবং ডিবিটি, ডিএসটি, আইসিএমআর এবং সিএসআইআর-এর মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে গবেষণার জন্য আয়ুষ মন্ত্রকের উদ্যোগের কথা বলেন।
ভাষণে আয়ুষ মন্ত্রকের সচিব চিরাচরিত চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনোমিক্স এবং জৈব তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন।
তিনি বৃহত্তর সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্বের আহ্বান জানান।
জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন এই বৈঠকের আয়োজন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং জাতীয় স্তরে বিভিন্ন নীতির সঙ্গে সাযুজ্য রেখে চিরাচরিত স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
SC/PM/NS….
(Release ID: 2128319)
Visitor Counter : 2