লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

আমাদের সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং দূরদৃষ্টি নিয়ে আমরা গর্বিত : লোকসভার অধ্যক্ষ

प्रविष्टि तिथि: 09 MAY 2025 7:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ মে, ২০২৫

 

দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, শৌর্য এবং দূরদর্শিতার জন্য আমরা গর্বিত। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর জন্যই আমাদের সীমান্ত এলাকা দুর্ভেদ্য, শক্তিশালী হয়ে উঠেছে। একইভাবে দেশ গড়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভারতের মূল্যবোধ এবং গণতান্ত্রিক আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তিনি তরুণ সিভিল সার্ভেন্টদের কাছে আবেদন জানান। শ্রী বিড়লা আজ লোকসভা ভবনে ২০২৩ ব্যাচের আইএএস অফিসার ট্রেনিদের সামনে বক্তব্য রাখছিলেন। 

শ্রী বিড়লা ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে নিজেদের উৎসর্গ করার জন্য তরুণ আইএএস অফিসারদের কাছে আর্জি জানান। তিনি বলেন, সিভিল সার্ভেন্টদের ক্ষমতা এবং ত্যাগের ওপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনা, মানুষের অনুভূতি এবং গণতন্ত্রের শিকড়কে মজবুত করার ক্ষেত্রে আইএএস অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ৭৫ বছরের পথ পরিক্রমায় স্বচ্ছতা, দায়বদ্ধতা সবচেয়ে কার্যকর  হয়ে উঠেছে। 

এই অনুষ্ঠানে ২০২৩-এর ব্যাচের ১৮০ জন আইএএস অফিসার উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ৭৩ জন হলেন মহিলা আইএএস অফিসার। 

স্বাগত ভাষণ দেন লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং। 

 

SC/MP/NS….


(रिलीज़ आईडी: 2128100) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Tamil