প্রতিরক্ষামন্ত্রক
এইচএডিআর মহড়ার জন্য মালদ্বীপের মাফিলাফুশিতে পৌঁছেছে আইএনএস শারদা
Posted On:
05 MAY 2025 1:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ মে, ২০২৫
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিবদ্ধতার দিকে লক্ষ্য রেখে আইএনএস শারদা মানবিক সহায়তা ও বিপর্যয় ত্রাণ (এইচএডিআর) মহড়ার জন্য মালদ্বীপের মাফিলাফুশিতে পৌঁছেছে। ৪ মে থেকে ১০ মে পর্যন্ত এই মহড়া চলবে। ভারত ও মালদ্বীপের মধ্যে দৃঢ় প্রতিরক্ষা ও সমুদ্র সহযোগিতার অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন।
এইচএডিআর মহড়া ভারত ও মালদ্বীপের নৌ-বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বিপর্যয় মোকাবিলা সহযোগিতা, তল্লাশি ও অনুসন্ধান, চিকিৎসা সহযোগিতা সহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচির দিকে নজর রেখেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
ভারত ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা বাড়াবে এই মহড়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতিও আরও মজবুত করবে।
SC/PM/SB
(Release ID: 2127049)
Visitor Counter : 9