রাষ্ট্রপতিরসচিবালয়
ভারতের রাষ্ট্রপতি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে আপ্যায়ন করেছেন
Posted On:
03 MAY 2025 9:40PM by PIB Kolkata
নতুন দিল্লি: ০৩ মে ২০২৫
ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (৩ মে, ২০২৫) রাষ্ট্রপতি ভবনে অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য মিঃ জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেঙ্কোকে অভ্যর্থনা জানান। তিনি তাঁর সম্মানে একটি ভোজসভারও আয়োজন করেন।
রাষ্ট্রপতি বলেন যে অ্যাঙ্গোলা সহ আফ্রিকান দেশগুলির সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্ব রয়েছে। তিনি আরও যোগ করেন যে, আমাদের উদ্যোগে গড়ে তোলা ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলনের মতো জোটের মাধ্যমে আফ্রিকার সমস্ত দেশের সঙ্গে আমরা পারস্পরিক উন্নয়ন এবং টেকসই অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আফ্রিকায় শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রচারে অ্যাঙ্গোলার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন যে সন্ত্রাসবাদ মানবতার জন্যে একটি অভিশাপ এবং একে সকল রূপ এবং প্রকাশে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রাষ্ট্রপতি লরেঙ্কোর সহানুভূতি এবং দৃঢ় সমর্থন প্রকাশের তিনি প্রশংসা করেন।
ভারতের রাষ্ট্রপতি অ্যাঙ্গোলায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দেরও প্রশংসা করে বলেন, তাঁরা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই আমাদের দুই দেশের মধ্যে সংযোগের সেতু হিসেবে কাজ করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে ভারত বিশ্বের উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অগ্রণী কণ্ঠস্বর। উভয় নেতা একমত হয়েছেন যে ভারত এবং অ্যাঙ্গোলার শুধুই নিজেদের দুই দেশের জনগণের অগ্রগতি এবং কল্যাণের জন্য নয়, বরং বৃহত্তর গ্লোবাল সাউথের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।
SC/SB/AS
(Release ID: 2126795)
Visitor Counter : 15