স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত
Posted On:
02 MAY 2025 9:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ মে ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত।
এক্স প্ল্যাটফর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন, "দীর্ঘ চার মাস ধরে দেশের চারটি রাজ্যে অভিযান চালিয়ে এনসিবি ৫৪৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এবং ১৫ জনকে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-র নেতৃত্বে মাদক-মুক্ত ভারত করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। টিম এনসিবি-কে অভিনন্দন।"
এ বছরের ২০-২১ এপ্রিল উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে তল্লাশি অভিযান চালানো হয়, যদিও মূল তল্লাশি অভিযানের সূচনা হয়েছিল চার মাস আগে। তখন অমৃতসরে নেশার ওষুধ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তদন্তের পর জানা যায়, এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত রয়েছে হরিদ্বারের জে আর ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তদন্তে আরও জানা যায়, ভুয়ো সংস্থার মাধ্যমে এইসব ওষুধ পাচার করা হতো।
মাদক পাচার রুখতে নারকোটিক কন্ট্রোল ব্যুরো নাগরিকদের কাছে সহায়তা চেয়েছে। মাদক সংক্রান্ত যে কোনও তথ্য হেল্পলাইন টোল ফ্রি নম্বর ১৯৩৩-এ জানাতে পারবেন সাধারণ মানুষ।
SC/PM/AS
(Release ID: 2126511)
Visitor Counter : 14