নির্বাচনকমিশন
আইআইআইডিইএম – এর মহানির্দেশকের দায়িত্বে রাকেশ ভার্মা; গণমাধ্যমের মহানির্দেশকের দায়িত্বভার নিলেন আশিস গোয়েল
प्रविष्टि तिथि:
01 MAY 2025 7:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ মে, ২০২৫
নতুন দিল্লির ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম) – এর মহানির্দেশকের দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী রাকেশ ভার্মা। তিনি পাঞ্জাব ক্যাডারের ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক। আইআইটি দিল্লি থেকে কম্প্যুটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং – এ তাঁর ডিগ্রি রয়েছে।
এর আগে তিনি জল শক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বভার সামলেছেন। তার আগে তিনি পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবেরও দায়িত্বেও ছিলেন।
অন্যদিকে, শ্রী আশিস গোয়েল আজ ভারতের নির্বাচন কমিশনের গণমাধ্যমের মহানির্দেশকের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ১৯৯৬ ব্যাচের আইআইএস আধিকারিক। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। চন্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক হন। এর আগে তিনি সংস্কৃতিক মন্ত্রকের অধীন জাতীয় সংগ্রহালয়ের মহানির্দেশকের দায়িত্বভার সামলেছেন। সালার জং মিউজিয়ামে অধিকর্তা পদে অতিরিক্ত দায়িত্বভারও তিনি পালন করেন।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2126067)
आगंतुक पटल : 29