শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

নোবেল বিজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী ইপিএফও-র আরজিডিই সিরিজে শাসন ব্যবস্থার উপর বক্তব্য রাখেন

प्रविष्टि तिथि: 01 MAY 2025 12:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মে, ২০২৫ 

 

নোবেল পুরস্কার বিজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও-র মূল প্রশিক্ষণ অ্যাকাডেমী পিবিইউএনএএসএস আয়োজিত শাসন ব্যবস্থার পুনর্কল্পনা: উৎকৃষ্টতার জন্য আলোচনা সিরিজে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। সমগ্র দেশের ইপিএফও-র আধিকারিকরা এই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন। 
জয়পুরের বাল আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী সত্যার্থী বলেন, সহানুভূতি, গভীরভাবে বক্তব্য শোনা এবং নৈতিকতা পালনের মাধ্যমে শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা প্রয়োজন। আধুনিক সমাজ যেভাবে নৈতিকতা হারাচ্ছে, তা চিন্তা ব্যক্ত করে শ্রী সত্যার্থী বলেন, শাসন ব্যবস্থায় কৃতজ্ঞতা ও মানবিক সম্পর্ক পুনরুজ্জীবন করা প্রয়োজন। 
কেন্দ্রীয় পিএফ কমিশনার ইপিএফও-র আধিকারিকদের মানবিক মূল্যবোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

SC/PM/SB…

নয়াদিল্লি, ০১ মে, ২০২৫ 

নোবেল পুরস্কার বিজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও-র মূল প্রশিক্ষণ অ্যাকাডেমী পিবিইউএনএএসএস আয়োজিত শাসন ব্যবস্থার পুনর্কল্পনা: উৎকৃষ্টতার জন্য আলোচনা সিরিজে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। সমগ্র দেশের ইপিএফও-র আধিকারিকরা এই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন। 
জয়পুরের বাল আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী সত্যার্থী বলেন, সহানুভূতি, গভীরভাবে বক্তব্য শোনা এবং নৈতিকতা পালনের মাধ্যমে শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা প্রয়োজন। আধুনিক সমাজ যেভাবে নৈতিকতা হারাচ্ছে, তা চিন্তা ব্যক্ত করে শ্রী সত্যার্থী বলেন, শাসন ব্যবস্থায় কৃতজ্ঞতা ও মানবিক সম্পর্ক পুনরুজ্জীবন করা প্রয়োজন। 
কেন্দ্রীয় পিএফ কমিশনার ইপিএফও-র আধিকারিকদের মানবিক মূল্যবোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

 

SC/PM/SB…


(रिलीज़ आईडी: 2125786) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil