সংস্কৃতিমন্ত্রক
সারনাথ থেকে ভিয়েতনাম যাবার পথে ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্ন নতুন দিল্লিতে পৌঁছেছে
Posted On:
30 APR 2025 11:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৫
নতুন দিল্লির জাতীয় সংগ্রহশালায় একটি সংরক্ষিত স্থানে ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষুনী, কূটনীতিবিদ এবং সংঘ সদস্যরা সমবেত হন। এই উপলক্ষে বিশেষ এক প্রার্থনাসভার আয়োজন করা হয়। সারনাথ থেকে এই স্মৃতিচিহ্নকে ভিয়েতনামে নিয়ে যাওয়া হবে। বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত শ্রী নগুয়েন থান হাই এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শ্রীমতী প্রিয়াঙ্গা বিক্রমসিঙ্ঘে উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন – আইবিসি-র সঙ্গে ভারতের সংস্কৃতি মন্ত্রক যৌথভাবে ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে ভিয়েতনামের চারটি শহরে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের বেসক দিবস উদযাপনের অঙ্গ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সারনাথের মূলাবন্ধা কুটি বিহারে সংরক্ষিত এই স্মৃতিচিহ্ন অন্ধ্রপ্রদেশের নাগার্জুন কোন্ডা থেকে খনন করে নিয়ে আসা হয়। এই স্মৃতিচিহ্ন ২৪৬ খ্রিষ্টাব্দেরও পূর্বেকার। রাষ্ট্রীয় মর্যাদায় বারাণসী থেকে এটি দিল্লিতে নিয়ে আসা হয়। জাতীয় সংগ্রহশালায় নিয়ে যাওয়ার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত স্থানে এটি রাখা হয়। পয়লা মে এই পবিত্র স্মৃতিচিহ্ন দিল্লি ত্যাগের আগে ভিয়েতনাম থেকে ১২০ জন বৌদ্ধ ভিক্ষু বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর, তাঁরাও ভিয়েতনাম ফিরে গিয়ে এই পবিত্র স্মৃতিচিহ্নটিকে গ্রহণ করবেন।
SC/CB/DM..
(Release ID: 2125713)
Visitor Counter : 5