প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ বাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন এয়ারক্রাফট কিনতে ফ্রান্সের সঙ্গে আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরিত
Posted On:
28 APR 2025 3:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২৫
ভারতীয় নৌ বাহিনীর জন্য ২৬টি রাফাল বিমান কিনতে ভারত এবং ফ্রান্স সরকারের মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি (আইজিএ) স্বাক্ষরিত হয়েছে। এই ২৬টি রাফাল বিমানের মধ্যে ২২টি একক আসন বিশিষ্ট এবং ৪টি দুই আসনবিশিষ্ট। প্রশিক্ষণ, বিভিন্ন যন্ত্রাংশ, অস্ত্র এবং কর্মক্ষমতা ভিত্তিক পণ্য সরবরাহের বিষয়ও এই চুক্তির আওতায় রয়েছে। এছাড়া ভারতীয় বিমানবাহিনীতে বর্তমানে যে রাফাল বিমান রয়েছে তার জন্য অতিরিক্ত সরঞ্জাম সরবরাহ এর অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে আজ নৌ সেনা ভবনে প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে ভারত এবং ফ্রান্সের আধিকারিকরা এই সংক্রান্ত চুক্তির স্বাক্ষরিত কপি আদান-প্রদান করেন।
সরকার আত্মনির্ভর ভারতের উপর জোর দেওয়ার পাশাপাশি এই চুক্তিতে ভারতে দেশীয় অস্ত্রের বিভিন্ন উপাদন একত্রীকরণের জন্য প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে রাফাল বিমানের কাঠামোর জন্য উৎপাদন সুবিধা স্থাপনের ব্যবস্থা যেমন থাকছে, তেমনই ভারতে বিমানের ইঞ্জিন, সেন্সর এবং অস্ত্রের রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্নির্মাণের সুবিধাও রয়েছে। এই চুক্তির ফলে হাজার হাজার কর্মসংস্থান হবে এবং সুবিধাগুলি স্থাপন, উৎপাদন ও পরিচালনায় বিপুল সংখ্যক এমএসএমই-র জন্য আয় বাড়বে।
ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন এই বিমানগুলি তৈরি করবে। ২০৩০ সালের মধ্যে এই বিমানগুলি সরবরাহ করা হবে এবং বিমান চালকদের ভারত ও ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হবে।
SC/SS/SKD
(Release ID: 2124885)
Visitor Counter : 27