মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

আগামী মাসে ভারতীয় মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ অভিযানের পরিকল্পনা রয়েছে: ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 18 APR 2025 4:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২৫


ভারত তার মহাকাশ যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় লিখতে প্রস্তুত। ভারতীয় মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ অভিযান আগামী মাসে নির্ধারিত হয়েছে।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো-র ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূবিজ্ঞান ও প্রধানমন্ত্রীর দপ্তর, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ, কর্মী, জনঅভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একথা জানান। তিনি বলেন, এই অভিযানটি ১৯৮৪ সালে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার ঐতিহাসিক উড়ানের চার দশকেরও বেশি সময় পর আরও এক ভারতীয় মহাকাশচারীর সফরকে চিহ্নিত করবে।

মহাকাশ বিভাগের সচিব ও ইসরোর চেয়ারম্যান ডঃ ভি. নারায়ণন আগামী বিভিন্ন মহাকাশ অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। ইসরোর চেয়ারম্যান বলেন, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আগামী মাসে অ্যাক্সিওম স্পেসের এএক্স-৪ মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে সম্পূর্ণ প্রস্তুত।

মে মাসে নির্ধারিত গ্রুপ ক্যাপ্টেন শুক্লার এই মিশন ভারতের আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্রমবর্ধমান অগ্রগতির এক মাইলফলক। ক্যাপ্টেন শুক্লা ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট, তিনি ইসরোর হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের তালিকায় স্থান পেয়েছিলেন। এএক্স-৪ মিশনে তার এই যাত্রা মহাকাশযান পরিচালনা, উৎক্ষেপণ প্রোটোকল এবং অন্যান্য জরুরি প্রস্তুতির ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা প্রদান করবে। 

ডাঃ জিতেন্দ্র সিং বলেন, "ভারত তার পরবর্তী মহাকাশ মাইলফলকের জন্য প্রস্তুত"। তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা এবং গগনযানের মতো প্রকল্পের কৌশলগত গতি মহাকাশ ক্ষেত্রে ভারতের বিশ্বনেতা হয়ে ওঠার প্রতিশ্রুতির প্রতিফলন। মন্ত্রী জোর দিয়ে বলেন, এই প্রচেষ্টাগুলি কেবলমাত্র বৈজ্ঞানিক দিক থেকে নয়, বরং এক উন্নত ও আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিরও পরিচায়ক।

বৈঠকে ডঃ জিতেন্দ্র সিং-কে ইসরোর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে আদিত্য এল-১ সৌর মিশনের তথ্য প্রকাশ, ডকিং এবং আনডকিং প্রযুক্তির সফল প্রদর্শন, ভারতে তৈরি সর্বোচ্চ থ্রাস্ট লিকুইড ইঞ্জিনের পরীক্ষা এবং শ্রীহরিকোটা থেকে ঐতিহাসিক ১০০তম উৎক্ষেপণ। 

২০২৫-এর মে থেকে জুলাই মাসের মধ্যে ইসরোর অত্যাধুনিক ইওএস-০৯ উপগ্রহ বহনকরে পিএসএলভি-সি৬১ মিশন সম্পন্ন হবে। একটি সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার দিয়ে সজ্জিত, ইওএস-০৯ দিন বা রাতের যেকোনো সময়ে পৃথিবী পৃষ্ঠের উচ্চ-রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম হবে। জুন মাসে জিএসএভি-এফ১৬-র সাহায্যে এনআইএসএআর স্যাটেলাইটের বহু প্রতীক্ষিত উৎক্ষেপণ ঘটবে। ইসরোর জুলাই মাসে নির্ধারিত এলভিএম৩-এম৫ মিশনটি আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি পূরণ করবে। 

গ্রুপ ক্যাপ্টেন শুক্লা-র আসন্ন মিশন বিশ্বব্যাপী মহাকাশ ক্ষেত্রে ভারতের স্থানকে আরও মজবুত করবে। ভারত যে সাহসীকতার সঙ্গে মহাকাশ অনুসন্ধানের এক নতুন যুগে পদার্পণ করছে ক্যাপ্টেন শুক্লার এই যাত্রা তারই পরিচায়ক। 

 

SC/PM/SKD


(Release ID: 2122743) Visitor Counter : 25