লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

দ্রুত সংস্কারের সুবাদে নতুন ভারত "প্রভূত সম্ভাবনার ক্ষেত্র" হয়ে উঠেছে : লোকসভার অধ্যক্ষ

Posted On: 08 APR 2025 6:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ এপ্রিল , ২০২৫

 

প্রতিটি ক্ষেত্রে দ্রুত সংস্কারের সুবাদে নতুন ভারত "প্রভূত সম্ভাবনার ক্ষেত্র" হয়ে উঠেছে বলে মনে করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। উজবেকিস্তানে সমরকন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে তিনি বলেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্প সরকারি এবং বেসরকারি - দু-ধরনের হাসপাতালেই কার্যকর হওয়ায় বিদেশী ডিগ্রিধারী চিকিৎসকরা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন এবং দেশের স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন। ভারতে চিকিৎসা গবেষণা ও শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব প্রসার শিক্ষার্থীদের সামনে গবেষণা ভিত্তিক কাজকর্মের দরজা আরও বেশি করে খুলে দিয়েছে।  

বিদেশে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা মূল্যবোধ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন বলে শ্রী বিড়লা মনে করিয়ে দেন। ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক মজবুত করায় তাঁদের অবদান অনেকখানি। প্রবাসী ভারতীয় শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় মোদী সরকার সবসময়ই সচেষ্ট বলে লোকসভার অধ্যক্ষ উল্লেখ করেন। এপ্রসঙ্গে তিনি 'হেল্প' পোর্টালের উল্লেখ করেন।   
উজবেকিস্তানে বসবাসরত ভারতীয়দের স্বদেশ প্রেম এক অনন্য অনুপ্রেরণার উৎস : লোকসভার অধ্যক্ষ
উজবেকিস্তান সফরে লোকসভার অধ্যক্ষ সোমবার সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে মিলিত হন। এঁদের স্বদেশ প্রেম অনন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন তিনি। ওম বিড়লা বলেন, ভারত ও উজবেকিস্তানের সম্পর্কের প্রসারে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ ভারত বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবং ‘বিকশিত ভারত’ গঠনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে তিনি মনে করিয়ে দেন। ভারত – উজবেকিস্তান সম্পর্ক শুধুমাত্র সরকারি সফর এবং কাগুজে নথির মধ্যে সীমাবদ্ধ নয়, তার ভিত্তি হল মানুষে মানুষে সংযোগ, বলেন তিনি। 

লোকসভার অধ্যক্ষ জর্জিয়া সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন 

তসখন্দে ইন্টার – পার্লিয়ামেন্টারি ইউনিয়নের ১৫০ তম সম্মেলন উপলক্ষে ৪ দিনের উজবেকিস্তান সফরে ঠাসা কর্মসূচি রয়েছে লোকসভার অধ্যক্ষের। সম্মেলনের ফাঁকে তিনি জর্জিয়ার সংসদের চেয়ারম্যান মাননীয় শালভা পাপুয়াসভিলির সঙ্গে বৈঠক করেন। জর্জিয়ায় বসবাসরত ভারতীয়দের কল্যাণে সেদেশের কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।


SC/AC /SG


(Release ID: 2120311) Visitor Counter : 12