লোকসভা সচিবালয়
অষ্টাদশ লোকসভার চতুর্থ অধিবেশনে কর্মউৎপাদকতা ছিল প্রায় ১১৮ শতাংশ : লোকসভার অধ্যক্ষ
Posted On:
04 APR 2025 6:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ এপ্রিল, ২০২৫
অষ্টাদশ লোকসভার চতুর্থ অধিবেশন, যা ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে শুরু হয়েছিল, সেটি আজ সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেছেন যে এই অধিবেশনে ২৬টি বৈঠক হয়েছে, যা ১৬০ ঘন্টা ৪৮ মিনিট চলেছে। শ্রী বিড়লা আরও বলেন যে এই অধিবেশনের সময় লোকসভার কর্মউৎপাদকতা প্রায় ১১৮ শতাংশ ছিল।
ভারতের মাননীয় রাষ্ট্রপতি গত ৩১ জানুয়ারি, ২০২৫-এ সংসদের উভয় কক্ষের সদস্যদের সম্বোধন করেছিলেন এবং রাষ্ট্রপতির অভিভাষণের ধন্যবাদ প্রস্তাব নিয়ে ১৭ ঘন্টা ২৩ মিনিট আলোচনা হয়েছে। শ্রী বিড়লা বলেন যে এই আলোচনায় ১৭৩ জন সদস্য অংশগ্রহণ করেছেন।
অর্থমন্ত্রী ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এই কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ আলোচনা ১৬ ঘন্টা ১৩ মিনিট হয়েছে। শ্রী বিড়লা বলেন যে এই আলোচনায় ১৬৯ জন সদস্য অংশগ্রহণ করেছেন। অর্থমন্ত্রী ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে এই আলোচনার জবাব দেন। ১৭-২১ মার্চ, ২০২৫ পর্যন্ত সংসদে নির্বাচিত মন্ত্রক ও বিভাগগুলিকে প্রদত্ত অনুদান নিয়ে আলোচনা হয়। তারপর সংসদ এই অনুদানগুলি মঞ্জুর করে। লোকসভায় ২১ মার্চ, ২০২৫ তারিখে অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং ২৫ মার্চ, ২০২৫ তারিখে ফিনান্স বিল মঞ্জুর করা হয়েছে।
শ্রী বিড়লা আরও বলেন যে এই অধিবেশনের সময় ১০টি সরকারি বিলকে পুনর্মঞ্জুর করা হয় এবং ১৬টি বিলকে মঞ্জুর করা হয়। এগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিল হল নিম্নরূপ –
(১) ফিনান্স বিল, ২০২৫
(২) অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ২০২৫
(৩) দ্য ‘ত্রিভুবন’ সমবায় ইউনিভার্সিটি বিল, ২০২৫
(৪) ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৫ এবং
(৫) ইমিগ্রেশন ও ফরেনার্স বিল, ২০২৫।
এই অধিবেশনের সময় ১৩৪টি চিহ্নিত প্রশ্নের মৌখিক উত্তর দেওয়া হয়। জিরো আওয়ারের সময় সদস্যরা ৬৯১টি জনস্বার্থ বিষয়ক প্রশ্ন উত্থাপন করেন। শ্রী বিড়লা বলেন যে, ৩ এপ্রিল, ২০২৫ তারিখে জনস্বার্থ বিষয়ক ২০২টি প্রশ্ন উত্থাপিত হয়, যা এখন পর্যন্ত যে কোনও লোকসভার একদিনের জিরো আওয়ারে উত্থাপিত প্রশ্নের তুলনায় রেকর্ড সংখ্যক। এই অধিবেশনের সময় রুল ৩৭৭-এর অধীন ৫৬৬টি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই অধিবেশনের সময় প্রায় ৩২টি বক্তব্য রাখা হয়েছে যাতে ৭৩এ-র অধীন ২৩টি বক্তব্য রয়েছে।
এই অধিবেশনে বিভিন্ন বিভাগের স্থায়ী সমিতি দ্বারা ৬১টি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে ও সংসদে ২,৫১৮টি পেপার পেশ করা হয়েছে। মৎস্যজীবী সম্প্রদায়ের সমস্যাগুলি নিয়ে রুল ১৯৭-এর অধীন অ্যাটেনশন মোশন প্রস্তাবের আলোচনা ১ এপ্রিল, ২০২৫-এ করা হয়েছে।
২৮ মার্চ, ২০২৫-এ সংসদ সদস্য শ্রী সফি পরমবিল উত্থাপিত বেসরকারি সদস্যদের কাজে দেশে বিমান ভাড়া নিয়ন্ত্রণের সঠিক উপায়গুলি সম্পর্কে আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনা সম্পূর্ণ হয়নি।
২ এপ্রিল, ২০২৫ তারিখে মণিপুরে রাষ্ট্রপতি শাসন নিয়ে ঘোষণার স্ট্যাটুটারি রেজোলিউশন মঞ্জুর করা হয়েছে।
অধিবেশনের সময় সংসদে ৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির স্টেট ডুমার চেয়ারম্যান মহামান্য শ্রী ভ্যাচেস্লাভ ভোলোদিন-এর নেতৃত্বে ভারত সফরে আসা রাশিয়ার সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সংসদে মালদ্বীপের পিপলস মজলিসের স্পিকার মহামান্য শ্রী আব্দুল রহিম আব্দুল্লার নেতৃত্বে আগত মালদ্বীপের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। একইরকমভাবে, ১২ মার্চ, ২০২৫ তারিখে সংসদে ম্যাডাগাসকরের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মহামান্য শ্রী জাস্টিন টোকলের নেতৃত্বে ভারত সফরে আসা ম্যাডাগাসকরের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়।
SC/SB/DM
(Release ID: 2119323)
Visitor Counter : 4