প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সেনা কম্যান্ডারদের সম্মেলনে ভাষণ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 03 APR 2025 1:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫

 

দিল্লিতে ১-৪ এপ্রিল, ২০২৫ সেনা কম্যান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। এই আলোচনা কর্মসূচিতে দেশের প্রতিরক্ষা ও সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে মতবিনিময় করছেন শীর্ষ সেনা আধিকারিকরা। সংস্কার কর্মসূচি সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করা হয় সেখানে। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর ভাষণে বলেন, সেনাবাহিনী বিপুল সংখ্যক ভারতবাসীর আশা-ভরসার স্থল। সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। অন্য নানা ক্ষেত্রেও ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা এবং সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সেনা নেতৃত্ব যেভাবে এগিয়ে চলেছেন, তার ভূয়সী প্রশংসা করেন শ্রী রাজনাথ সিং। সারা বিশ্বে বর্তমান অস্থিরতার প্রেক্ষিতে নতুন ধরনের যুদ্ধ প্রকৌশলের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গতিশীল পরিকল্পনা কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন। 

উত্তর সীমান্তে বর্তমানে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীর দক্ষতায় সারা দেশ আস্থাবান বলেও তিনি উল্লেখ করেন। সীমান্ত সড়ক সংস্থা সহ নানান প্রতিষ্ঠান পশ্চিম এবং উত্তর সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে, তা এক উদাহরণ বলে প্রতিরক্ষা মন্ত্রী মনে করেন। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে আধা-সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও সাফল্যে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

বিভিন্ন দেশের সেনার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সেনাবাহিনী যেভাবে উন্নয়নের দিশায় এগিয়ে চলেছে, তাও প্রশংসাযোগ্য বলে প্রতিরক্ষা মন্ত্রীর অভিমত। পাশাপাশি, আত্মনির্ভরতা এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। 

 

SC/AC/DM.


(Release ID: 2118384) Visitor Counter : 14