প্রতিরক্ষামন্ত্রক
রেকর্ড ৩২ দিনে জোজিলা পাস খুলে দিল সীমান্ত সড়ক সংস্থা
Posted On:
01 APR 2025 5:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৫
সীমান্ত সড়ক সংস্থা রেকর্ড সময়ে জোজিলা পাস খুলে দিয়েছে। ৩২ দিন বন্ধ থাকার পর পয়লা এপ্রিল এই গিরিবর্ত দিয়ে লাদাখের উদ্দেশে রওয়া হয়েছে প্রথম কনভয়। কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখের সংযোগকারী এই পথ যথেষ্ট দুর্গম।
২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ঐ অঞ্চলে ধারাবাহিক তুষারপাত হয়। ফলে বন্ধ হয়ে যায় ঐ পথ। মাত্র ১৫ দিনের মধ্যে সবকিছু ঠিক করে দেন সীমান্ত সড়ক সংস্থার কর্মীরা, যা তাঁদের দায়বদ্ধতা ও নিষ্ঠার অনন্য প্রতিফলন।
জোজিলা পাস বন্ধ থাকলে শুধুমাত্র সেনা কনভয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের আদান-প্রদানই থেমে যায় না, চরম অসুবিধার মধ্যে পড়েন লাদাখের মানুষ। তাঁদের স্বস্তি দিল সীমান্ত সড়ক সংস্থা।
SC/AC/SB
(Release ID: 2117784)
Visitor Counter : 4