রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

চিলির প্রেসিডেন্টকে আপ্যায়ন করলেন রাষ্ট্রপতি

Posted On: 01 APR 2025 9:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ফন্টকে স্বাগত জানান এবং তাঁর সম্মানে একটি ভোজসভারও আয়োজন করেন। 
প্রেসিডেন্ট বরিক এই প্রথম ভারত সফরে এসেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, ছাত্র রাজনীতি থেকে পর্যায়ক্রমে চিলির প্রেসিডেন্ট পদে সমাসীন প্রেসিডেন্ট বরিক সারা বিশ্বের তরুণ নেতাদের কাছে প্রেরণার উৎস। ভারত ও চিলির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরে চিলির প্রেসিডেন্টের এদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক। লাতিল আমেরিকার দেশগুলির মধ্যে চিলি ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। সাম্প্রতিককালে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকটাই বেড়েছে এবং চিলিতে অনেক ভারতীয় সংস্থা বিনিয়োগ করছে। ঐ দেশে ভারতীয় রন্ধনশৈলী, যোগ এবং আয়ুর্বেদকে জনপ্রিয় করে তুলছেন প্রবাসী ভারতীয়রা।
উভয় নেতাই মনে করেন যে, ভারত – চিলি সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। 
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন

- https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc202541530601.pdf

 

SC/AC/SB


(Release ID: 2117684) Visitor Counter : 6