শিল্পওবাণিজ্যমন্ত্রক
দেশের শিল্পকে রক্ষা করতে নিম্নমানের আমদানী পণ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার
Posted On:
01 APR 2025 4:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল , ২০২৫
ভারতীয় বাজারে নিম্নমানের আমদানী পণ্যের প্রবেশ রোধ করতে সরকার নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছে। দেশের শিল্পকে রক্ষার স্বার্থেই সস্তার নিম্নমানের এই সমস্ত আমদানী পণ্যের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বাণিজ্য বিভাগের অধীনস্ত কার্যালয় ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডিস (ডিজিটিআর) মারফৎ আমদানী শুল্ক আইন ১৯৭৫ মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশীয় শিল্পগুলির আবেদনের ভিত্তিতে এই তৎপরতা দেখানো হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিধিভঙ্গকারী নিম্নমানের আমদানী পণ্যের বিরুদ্ধে ২০৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এক্ষেত্রে শুল্ক আইনে বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ২০৬.৬২ কোটি টাকা।
খাদ্য নিরাপত্তা আইন মোতাবেক খাদ্য দ্রব্য আমদানী পণ্যের ক্ষেত্রে এফএসএসএআই থেকে এনওসি ছাড়পত্র নিতে হয়। তারা সুনির্দিষ্ট গুণমান বজায় রাখছে কি না সেই দিকে তাকিয়েই এই ব্যবস্থা।
পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা, উদ্ভিদ ও জীবজন্তু রক্ষার্থে দেশে এক বিস্তৃত আইনি পরিকাঠামো রয়েছে। দেশীয় উৎপাদকদের স্বার্থরক্ষার পাশাপাশি দেশীয় ক্রেতাদের স্বার্থরক্ষাও এর উদ্দেশ্য। বিআইএস মানক দেশীয় পণ্যের পাশাপাশি আমদানীকৃত পণ্যের ওপরেও অনুরূপভাবে ব্যবহার যোগ্য। এফএসএসএআই-এর নির্ধারিত গুণমান বজায় রাখা হচ্ছে কি না তা সুনিশ্চিত করাই এর উদ্দেশ্য।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ।
SC/AB /SG/
(Release ID: 2117413)
Visitor Counter : 13