প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নভিকা সাগর পরিক্রমা ২


দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রবেশ করলো তারিণী

Posted On: 01 APR 2025 10:51AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ এপ্রিল ২০২৫

 

আইএনএস ভি তারিণী দ্বিতীয় নভিকা সাগর পরিক্রমা অভিযানের চতুর্থ পর্ব শেষ করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রবেশ করেছে। সেখানে জাহাজ ও নাবিকদের স্বাগত জানান কেপটাউনে ভারতের বাণিজ্য দূত রুবি যশপ্রীত, দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল লিজা হেনড্রিকস, দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী ব্যান্ডের ক্যাপ্টেন অতুল সাপাহিয়া প্রমুখ।

২০২৪ সালের ২ অক্টোবর গোয়া থেকে দ্বিতীয় নভিকা সাগর পরিক্রমা অভিযানের সূচনা করেছিলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এর নেতৃত্বে ছিলেন ভারতীয় নৌবাহিনীর দুই মহিলা আধিকারিক লেফটেন্যান্ট কম্যান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কম্যান্ডার রূপা এ। এই মিশনের লক্ষ্য, ৮ মাসের মধ্যে ২৩,৪০০ নটিক্যাল মাইল (প্রায় ৪৩,৩০০ কিলোমিটার) পরিক্রমা করে চলতি বছরের মে মাসের মধ্যে গোয়াতে ফেরা। এপর্যন্ত এই অভিযানে ৩ জায়গায় থামা হয়েছে। সেগুলি হল – অস্ট্রেলিয়ার ফ্রেম্যান্টাল, নিউজিল্যান্ডের লাইটেলটন এবং ফকল্যান্ডের পোর্ট স্ট্যানলি।

জাহাজটি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ২ সপ্তাহ রয়্যাল কেপ ইয়ট ক্লাবে থাকবে। নাবিকরা সাইমন টাউন নৌ-ঘাঁটি এবং গর্ডনস বে নৌ কলেজে দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে আলাপচারিতা ও মত বিনিময় করবেন।

এই যাত্রাপথে নাবিকরা অশান্ত সমুদ্র, কনকনে ঠান্ডা ও সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয়েছেন। ৫০ নটের (৯৩ কিলোমিটার/ঘন্টা) বেশি ঝোড়ো হাওয়া এবং ৭ মিটার (২৩ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের মোকাবিলা তাঁদের করতে হয়েছে।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৫৬ ফুট দীর্ঘ আইএনএসভি তারিণী ২০১৮ সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই ধরনের অনেক অভিযানে এই জাহাজ অংশগ্রহণ করেছে। এটি মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতের জ্বলন্ত নিদর্শন।

দ্বিতীয় নভিকা সাগর পরিক্রমা অভিযান ভারতীয় সেনাবাহিনীতে মহিলা ক্ষমতায়নেরও প্রতীক। এই উদ্যোগ বহু তরুণীকে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে।

কেপটাউনে তারিণীর এই অবস্থান ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে নিবিড় সৌহার্দ্যেরও প্রতিফলন। ভারত মহাসাগরীয় অঞ্চলে বন্ধু দেশগুলির সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে ভারত কতটা অঙ্গীকারবদ্ধ, তারও নিদর্শন এই উদ্যোগ।


SC/SD/AS/


(Release ID: 2117303) Visitor Counter : 10