বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর : ২০২৪-২৫-এ কাঁচা রেশম উৎপাদন

Posted On: 01 APR 2025 10:08AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৫

 

২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি পর্যন্ত দেশে ৩৪,০৪২ মেট্রিক টন কাঁচা রেশম উৎপাদিত হয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে জানুয়ারি পর্যন্ত উৎপাদনের পরিমাণ ছিল ২৪,২৯৯ মেট্রিক টন।

ক্যাটালিকটিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উত্তর-পূর্বাঞ্চল বস্ত্র ও বয়ন প্রসার প্রকল্প, রেশম শিল্পের প্রসারের লক্ষ্যে সমন্বিত কর্মসূচি, ‘সিল্ক সমগ্র’ এবং ‘সিল্ক সমগ্র-২’ কর্মসূচির সুবাদে দেশে রেশম উৎপাদনে গতি এসেছে।

২০২৫-এর জানুয়ারির হিসাব অনুযায়ী, রেশম ক্ষেত্রে কর্মরত শ্রমিকের সংখ্যা ৮০.৯ লক্ষ। এর মধ্যে প্রত্যক্ষভাবে কর্মরত ৭১.২ লক্ষ।

দেশে ১০৯টি স্বয়ংক্রিয় রিলিং মেশিন চালু করায় আন্তর্জাতিক মানের রেশম উৎপাদনে গতি এসেছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মারগারিটা।

 

SC/AC/DM


(Release ID: 2117295) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi , Tamil