আয়ুষ
azadi ka amrit mahotsav

‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী : ২০২৫-এর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা – ‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের জন্য যোগ’

Posted On: 30 MAR 2025 7:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২৫

 

 

সাম্প্রতিক মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন, দৈনন্দিন জীবনে ফিটনেসের গুরুত্বে এবং প্রশংসা করেছেন ফিট ইন্ডিয়া কার্নিভাল এবং আন্তর্জাতিক যোগ দিবসের মতো উদ্যোগের। স্বাস্থ্যবান বিশ্ব জনতার জন্য ভারতের ভাবনা ভাগ করে প্রধানমন্ত্রী বলেছেন “ ২০২৫-এর যোগ দিবসে মূল ভাবনা রাখা হয়েছে ‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের জন্য যোগ’-কে। অর্থাৎ আমাদের ইচ্ছা, যোগের মাধ্যমে গোটা বিশ্বকে স্বাস্থ্যবান করে তোলা।”

 

উল্লেখ করা যায়, ভারত সরকারের আয়ূষ মন্ত্রকের অধীন একটি সেরা প্রতিষ্ঠান, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা (এমডিএনআইওয়াই)-কে দায়িত্ব দেওয়া হয়েছে এবছর ধুমধাম করে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করার। এই প্রতিষ্ঠান সম্প্রতি ১৩ মার্চ ২০২৫-এ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত যোগ মহোৎসবে আন্তর্জাতিক যোগ দিবসের ফিরতি গণনার সূচনা করেছে। 

 

জনপ্রিয় রেডিও অনুষ্ঠানের ১২০ তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে ফিটনেসের সঙ্গে গণনাও একটি বড় ভূমিকা পালন করে। প্রতিদিন পদক্ষেপের সংখ্যা গুনুন, দৈনিক কত ক্যালরি খাওয়া হচ্ছে গুনুন, কত ক্যালরি পুড়ছে গুনুন... এইসব গণনার মধ্যে আরও একটি ফিরতি গণনা শুরু হতে চলেছে। সেই ফিরতি গণনা হল আন্তর্জাতিক যোগ দিবসের। যোগ দিবসের আর ১০০ দিনেরও কম বাকি আছে। যদি আপনার জীবনে এখনও যোগকে অন্তর্ভুক্ত না করে থাকেন এখনই করুন... খুব একটা দেরি হয়নি। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছিল ১০ বছর আগে ২১ জুন ২০১৫-য়। বর্তমানে এই দিনটি যোগের মহোৎসবে পরিণত হয়েছে। বিশ্ব মানবসমাজের প্রতি এটি ভারতের এমন একটি অমূল্য উপহার যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে।”

 

মন কি বাত কর্মসূচিতে প্রধানমন্ত্রী এও বলেন “এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয় যে, বর্তমানে বিশ্বজুড়ে আমাদের যোগ এবং চিরাচরিত ওষুধ নিয়ে আগ্রহ বাড়ছে। অনেক তরুণ সুস্থতার একটি চমৎকার মাধ্যম হিসেবে যোগ এবং আয়ুর্বেদকে গ্রহণ করছে। উদাহরণ স্বরূপ, দক্ষিণ আমেরিকায় একটি দেশ আছে চিলি। সেখানে আয়ুর্বেদ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর ব্রাজিল সফরের সময়ে আমি চিলির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করি। আয়ুর্বেদের জনপ্রিয়তা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়।”

 

আয়ুষ পদ্ধতির বিশ্বময় দ্রুত বেড়ে চলা জনপ্রিয়তা এবং সংশ্লিষ্ট পক্ষের অবদানকে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানতে পেরেছি ‘সোমোস ইন্ডিয়া’ নামে একটি দল আছে। স্প্যানিশে এর অর্থ – ‘আমরা ভারত’। এই দলটি প্রায় এক দশক ধরে যোগ এবং আয়ুর্বেদের প্রসারে কাজ করছে। তারা চিকিৎসার পাশাপাশি শিক্ষা সংক্রান্ত কর্মসূচিতে জোর দিচ্ছে। তারা যোগ এবং আয়ুর্বেদ সংক্রান্ত তথ্য পাচ্ছে স্প্যানিশ ভাষাতেও। যদি আমরা শুধুমাত্র গত বছরের কথাই ধরি, প্রায় ৯ হাজার মানুষ অংশ নিয়েছিলেন অনুষ্ঠান এবং শিক্ষাক্রমে। আমি সকলকে যারা এই দলের সঙ্গে যুক্ত তাদের প্রয়াসের জন্য অভিনন্দন জানাই।”

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রত্যেককে তাদের দৈনন্দিন জীবনে যোগকে অন্তর্ভুক্ত করার এবং সার্বিক সুস্থতার জন্য দেশের চিরাচরিত প্রজ্ঞায় গর্ব অনুভব করার আবেদন জানিয়েছেন।

 

SC/AP/SKD


(Release ID: 2117086) Visitor Counter : 12


Read this release in: English , Kannada , Urdu , Hindi