প্রতিরক্ষামন্ত্রক
‘অপারেশন ব্রহ্ম’ – ভারতীয় সেনাবাহিনী কর্তৃক মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা
Posted On:
29 MAR 2025 7:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ ২০২৫
গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মায়ানমারে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ দেবার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন ব্রহ্ম'-এর অধীনে জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল টাস্ক ফোর্স মোতায়েন করছে।
লেফটেন্যান্ট কর্নেল জগনীত গিলের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর শত্রুজিৎ ব্রিগেড মেডিকেল রেসপন্ডার্সের ১১৮ সদস্যের একটি দল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আনুষঙ্গিক ত্রাণ সামগ্রী নিয়ে শীঘ্রই মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এয়ারবর্ন অ্যাঞ্জেলস টাস্ক ফোর্স যে কোন দুর্যোগ-প্রভাবিত অঞ্চলে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার পরিষেবা প্রদানের জন্য প্রশিক্ষিত এবং সুসজ্জিত।
এই অভিযানের অংশ হিসেবে, ভারতীয় সেনাবাহিনী বিপর্যয়ে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দানের উদ্দেশ্যে ৬০ শয্যা বিশিষ্ট একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে। এই পরিষেবা দুর্যোগের কারণে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মায়ানমারের স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করতে ও আহতদের জরুরি অস্ত্রোপচার এবং প্রয়োজনীয় চিকিৎসা করতে সক্ষম হবে।
এই মানবিক সাহায্য ভারতের 'প্রতিবেশী সর্বাগ্রে' নীতির প্রতি দায়বদ্ধতা এবং 'বসুধৈব কুটুম্বকম' - এই চিরন্তন ভাবনাকেই তুলে ধরে। ভারতীয় সেনাবাহিনী সংকটের সময়ে বন্ধু দেশগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়।
ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে মায়ানমার কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে এই অপারেশন ব্রহ্ম নিবিড় ভাবে সমন্বিত করা হয়েছে।
SC/SB/AS
(Release ID: 2116790)
Visitor Counter : 27