যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

উচ্চগতিসম্পন্ন ব্রডব্যান্ড ভারত জুড়ে গ্রামোন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে

Posted On: 27 MAR 2025 5:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ , ২০২৫

 

দেশ জুড়ে ডিজিটাল গ্রামীণ ক্ষমতায়নের লক্ষ্যে দূর যোগাযোগ দপ্তরের অধীন ডিজিটাল ভারত নিধি (ডিবিএন), জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক- নাবার্ডের সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর লক্ষ্য ভারত নেট কর্মসূচির আওতায় ডিজিটাল পরিষেবা, ডিজিটাল শাসন এবং উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটিয়ে নাবার্ড-সমর্থিত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সাধন।

সহযোগিতার মূল ক্ষেত্রগুলি হল :

    তথ্য আদান-প্রদান : প্রতিষ্ঠানগুলির ভূস্থানিক ও যোগাযোগ সম্পর্কিত তথ্য সরবরাহ করবে নাবার্ড। যেসব গ্রাম পঞ্চায়েত থেকে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ গ্রামীণ প্রতিষ্ঠানগুলিকে দেওয়া হবে, সেগুলির অবস্থানগত তথ্য সরবরাহ করবে ভারতনেট।
    ডিজিটাল বিষয়বস্তুর আদানপ্রদান : উভয় পক্ষ তাদের বিভিন্ন প্রকল্প সম্পর্কিত ডিজিটাল বিষয়বস্তু (অডিও/ভিডিও/লেখা) একে অপরের সঙ্গে ভাগ করে নেবে।
    ডিজিটাল পরিষেবার সংযুক্তিকরণ : দুই পক্ষ তাদের ডিজিটাল পরিষেবা/নাগরিক কেন্দ্রিক অ্যাপ্লিকেশন/পোর্টাল/ই-গর্ভমেন্স প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে ভাগ করে নেবে।
    সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি : দুই পক্ষই স্টার্টআপ, উদ্যোক্তা এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলির সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে একে অপরের সহযোগিতা করবে।
    ডিজিটাল অর্থনীতির প্রসারে উচ্চগতির ব্রডব্যান্ড : ভারত নেটের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ডের সুযোগ কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতির প্রসারে দুই পক্ষ একে অপরের উদ্যোগকে সাহায্য করবে।
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিকাঠামোর অন্তর্ভুক্তি : নাবার্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিকাঠামোর অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।

দূর যোগাযোগ মন্ত্রকের সচিব ডঃ নীরজ মিত্তল, ডিবিএন-এর প্রশাসক শ্রী নীরজ ভার্মা প্রমুখের উপস্থিতিতে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।


SC/SD/NS


(Release ID: 2116440) Visitor Counter : 14


Read this release in: English , Hindi , Tamil