পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন :- বৃক্ষরোপণ

Posted On: 27 MAR 2025 5:45PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ মার্চ, ২০২৫


মন্ত্রক, নগর বন যোজনা (এনভিআই)ও সবুজ ভারতের জন্য জাতীয় মিশন এবং ম্যানগ্রোভ উদ্যোগের মতো বিভিন্ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ করছে। “এক পেঢ় মা কে নাম”-এর আওতায় বনায়ন কর্মসূচী ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মায়েদের পাশাপাশি পৃথ্বী মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৪ সালের ৫ জুন এই প্রকল্প চালু করা হয়।

বন ও বৃক্ষ সম্পদের সুরক্ষা ও ব্যবস্থাপনার দায়িত্ব মূলত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের। অবৈধভাবে গাছ কাটার বিশদ বিবরণ ও এর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করা। এরমধ্যে রয়েছে বনাঞ্চলে নিয়মিত টহল, শিকার বিরোধী সচেতনতার প্রচার, চেক পোস্টের মাধ্যমে নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারির মতো বিষয়গুলি।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বন বিভাগগুলিও বন সুরক্ষার সঙ্গে যুক্ত। অবৈধভাবে গাছ কাটার বিষয়টি নজরে এলে আইনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন ও গাছ সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

চলতি অর্থবছরে বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণের জন্য ৬৮৪ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে মোট ৪ লক্ষ ৮২ হাজার ৪৮৫টি বৃক্ষ রোপণ করা হয়েছে। সমগ্র দেশে রোপণ করা মোট গাছের সংখ্যা ১২৯৫৯৩৮১৫৩।

রাজ্যসভায় আজ প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।   

 

SC/ PM /AG/


(Release ID: 2116439) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi