সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সফট পাওয়ার হিসেবে সংস্কৃতির প্রচার

Posted On: 27 MAR 2025 4:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ মার্চ, ২০২৫

 

ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করতে এবং বিশ্বে ভারতের ভাবমূর্তি উন্নত করতে সংস্কৃতি মন্ত্রক ‘গ্লোবাল এনগেজমেন্ট স্কিম’ রূপায়িত করেছে।

এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা, দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগাযোগের প্রচার, বিশ্বমঞ্চে ভারতের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করা।

‘গ্লোবাল এনগেজমেন্ট স্কিম’ বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির মাধ্যমে পরিচালনা করা হয়।

এর আওতায় বিদেশে ভারতের উৎসবে লোকসঙ্গীত, লোকনৃত্য, লোকনাট্য ও পুতুল নাচ, ধ্রুপদী ও ঐতিহ্যবাহী নৃত্য, ধ্রুপদী সঙ্গীত, থিয়েটারের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।

বিদেশ মন্ত্রেক আওতাধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস (আইসিসিআর) বিদেশে সাংস্কৃতিক কেন্দ্র এবং দূতাবাসের সাহায্যে সংস্কৃতির প্রচারে কাজ করে। যোগব্যয়াম, নৃত্য, সঙ্গীত, শিক্ষা-সহ বিভিন্ন উৎসব উদযাপন করা হয়।

সংস্কৃতি মন্ত্রক, ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্যে বিভিন্ন ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে।

আইসিসিআর, অ্যাক্টিভিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল তৈরি করেছে। বিশ্বব্যপী কাজকর্মকে এই পোর্টালে সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়। ভারতে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশী শিক্ষার্থীদের জন্য আবেদন এবং ভর্তি প্রক্রিয়া সহজ করতে এ২এ পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া রয়েছে জ্ঞান সেতু অ্যাপ্লিকেশন।

আইসিসিআর, ইউটিআইকেএস চালু করেছে। এর লক্ষ্য, ভারতীয় সংস্কৃতি এবং প্রাচীন ভারতীয় গ্রন্থ থেকে ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞানের বিষয়ে সংক্ষিপ্ত অনলাইন পাঠ্যক্রম পরিচালনা করা। এতে বেদ, উপনিষদ থেকে শুরু করে আধ্যাত্মিক, দার্শনিক ও বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত শিল্পের বিস্তৃত প্রসার রয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানান।

 

SC/ PM /AG/


(Release ID: 2116429) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi , Tamil