স্বরাষ্ট্র মন্ত্রক
ভারতীয় দন্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা
Posted On:
26 MAR 2025 1:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
ফৌজদারি আইনগুলির সুনির্দিষ্ট কিছু ধারা সংশোধনের জন্য বিভিন্ন সময়ে ভারতের আইন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে যুক্ত দফতর দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সর্বাত্মক মূল্যায়নের সুপারিশ করে।
ভারতীয় দন্ডবিধি আইন ১৮৬০, ফৌজদারি বিধি ১৯৭৩ এবং ভারতীয় তথ্য প্রমাণ আইন ১৮৭২ খতিয়ে দেখে নাগরিক কেন্দ্রিক ৩টি আইন প্রণয়ন করে স্বরাষ্ট্র মন্থ্রক। এগুলির পরিবর্তে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (বিএসএ), ২০২৩ প্রণয়ন করা হয়।
ভারতীয় ন্যায় সংহিতা আইনে এই প্রথম মহিলা ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে কঠোর সাজার ব্যবস্থা রাখা হয়েছে। মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে মৃত্যদণ্ডেরও ব্যবস্থা রয়েছে এই আইনে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দী সঞ্জয় কুমার।
SC/MP /SG/
(Release ID: 2115999)
Visitor Counter : 11