প্রতিরক্ষামন্ত্রক
চতুর্থ 25 T বোলার্ড পুল টাগ ইযুভান (ইয়ার্ড ৩৩৮)-এর অন্তর্ভুক্তি
Posted On:
26 MAR 2025 6:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
বিশাখাপত্তনমে ২৬ মার্চ চতুর্থ 25 T বোলার্ড পুল টাগ ইযুভান (ইয়ার্ড ৩৩৮)-এর অন্তর্ভুক্তি হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (রিফিট) কমোডোর রাজীব জন।
২০২১-এর ১২ নভেম্বর পশ্চিমবঙ্গের টিটাগড় রেল সিস্টেমস প্রাইভেট লিমিটেডকে (টিআরএসএল) ৬ টি 25 T বোলার্ড পুল টাগ তৈরির বরাদ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ৩টির নির্মাণ কাজ শেষ করে সেগুলিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সেগুলি ভারতীয় নৌসেনা ব্যবহারও করছে। এবার চতুর্থ টাগটি যুক্ত হল।
এই টাগগুলি নৌসেনার জাহাজ এবং ডুবো জাহাজগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সেই সঙ্গে অগ্নি নির্বাপনের কাজেও সেগুলি সহায়ক হবে। পাশাপাশি উদ্ধার এবং তল্লাশি অভিযানেও এগুলিকে কাজে লাগানো যাবে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের গর্বিত বার্তাবাহক হল এই টাগগুলি।
SC/MP /SG/
(Release ID: 2115997)
Visitor Counter : 8