ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
কৃষকদের ই-কিষাণ উপাজ নিধি (ই-কুন) পোর্টালের মাধ্যমে ২১ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকার ঋণ প্রদান করা হয়েছে
Posted On:
26 MAR 2025 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
২৬টি ব্যাঙ্ক এখনও পর্যন্ত ই-কিষাণ উপাজ নিধি (ই-কুন) পোর্টালের মাধ্যমে যুক্ত হয়েছে।
এই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য কৃষকদের কোনও সরকারি সিআইবিআইএল স্কোরের প্রয়োজন নেই। ১৭ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ই-কুন পোর্টালের মাধ্যমে কৃষকদের মোট ২১ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা ঋণ দেওয়া হয়েছে। এই পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত মোট ১৯ জন কৃষক আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক রাজস্থানের ১০ জন কৃষক রয়েছেন। দ্বিতীয় স্থানে গুজরাটের ৫ জন কৃষক রয়েছেন।
১২টি জাতীয় ব্যাঙ্ক এবং ১৪টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এই ই-কুন পোর্টালে যুক্ত হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবন্টন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী নিমু বেন জয়ন্তীভাই বাম্ভানিয়া।
SC/PM/SB
(Release ID: 2115606)
Visitor Counter : 10