সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

সমবায় পদ্ধতিতে বিশ্বের বৃহত্তম শস্য সংগ্রহের পরিকল্পনা

Posted On: 26 MAR 2025 2:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মার্চ , ২০২৫

 

কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ৩১ মে সমবায় পদ্ধতিতে বিশ্বের বৃহত্তম শস্য সংগ্রহের পরিকল্পনাটিকে একটি পাইলট প্রকল্প হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের আওতায় প্রাথমিক কৃষি ঋণদান সমিতি বা প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি তৈরি করা হবে। এইসব সোসাইটি গুদাম, শস্যের বিভিন্ন প্রক্রিয়াকরণের মতো কৃষিভিত্তিক নানা ধরনের কাজ করবে। এক্ষেত্রে কৃষি পরিকাঠামো তহবিল, কৃষি বিপণন পরিকাঠামো তহবিল, প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিমের মতো সরকারি প্রকল্পের সাহায্য নেওয়া হবে। পাইলট প্রকল্প অনুসারে ১১টি রাজ্যে প্রত্যেকটিতে এ ধরনের সোসাইটি গড়ে তোলা হবে। এরমধ্যে ত্রিপুরায় গোমতী জেলায় খিলপাড়া প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের গুদামে ২৫০ মেট্রিকটন শস্য মজুদ রাখার ব্যবস্থা থাকছে। আসামের কামরুপে দুই নম্বর পাব বংশার জিপিএসএস লিমিটেডের গুদামে ৫০০ মেট্রিকটন শস্য রাখা যাবে।

পাইলট প্রকল্পে এগুলি ছাড়াও আরও ৫০০টি সোসাইটি গড়ার পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রক ২ লক্ষ বহুমুখী প্রাথমিক কৃষি ঋণদান সমিতি গড়ে তোলার পরিকল্পনা করেছে। দেশ জুড়ে এই সমিতিগুলি গড়ে উঠবে। ডেয়ারি এবং মৎস্য সমবায় সমিতিগুলিও এর আওতায় আসবে।   

বিশ্বের বৃহত্তম শস্য সংগ্রহ পরিকল্পনার আওতায় ইতোমধ্যেই ৯,৭৫০ মেট্রিকটন শস্য মজুত রাখার ক্ষমতা অর্জিত হয়েছে। এই গুদামগুলি তৈরি হওয়ার ফলে খাদ্য শস্যের অপচয় যেমন কমেছে, পাশাপাশি দেশ জুড়ে খাদ্য সুরক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী হয়েছে। সরকার ত্রিপুরা সহ ৯টি রাজ্যে সমবায় সমিতি চিহ্নিত করেছে যেগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।  


SC/CB/NS


(Release ID: 2115456) Visitor Counter : 17