কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষকদের আয় দ্বিগুণ করার কাজে অগ্রগতি

Posted On: 25 MAR 2025 5:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ , ২০২৫

 

কৃষি রাজ্যের বিষয়। ভারত সরকার উপযুক্ত নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে রাজ্যগুলির প্রয়াসে সাহায্য করে। ভারত সরকারের বিভিন্ন প্রকল্প/কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, উপার্জন ও আয় বৃদ্ধিতে সহায়তা করে। সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০১৩-১৪ সালে বাজেট বরাদ্দ ছিল ২১,৯৩৩.৫০ কোটি। ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১২২,৫২৮.৭৭ কোটি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেসব প্রকল্প/কর্মসুচি নিয়েছে, তা হল :

১. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ)
২. প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা  (পিএম-কেএমওয়াই)
৩. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএম-এফবিওয়াই)/পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্প (আরডাব্লুবিসিআইএস)
৪. পরিবর্তিত সুদ সহায়তা প্রকল্প (এমআইএসএস)
৫. কৃষি পরিকাঠামো তহবিল (এআইএফ)
৬. ১০,০০০ নতুন কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) গঠন
৭. জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন (এনবিএইচএম)
৮. নমো ড্রোন দিদি
৯. জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন (এনএমএনএফ)
১০. প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান (পিএম-এএএসএইচএ)
১১. স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোগের জন্য কৃষি তহবিল (এগ্রি-শিওর)
১২. প্রতি ফোঁটা আরও ফসল (পিডিএমসি)
১৩. কৃষি যান্ত্রিকীকরণ উপমিশন (এসএমএএম)
১৪. পরম্পরা কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই)
১৫. মাটি স্বাস্থ্য ও উর্বরতা (এসএইচ অ্যান্ড এফ)
১৬. বৃষ্টি নির্ভর এলাকা উন্নয়ন (আরএডি)
১৭. কৃষি বনায়ন
১৮. শস্য বৈচিত্র্র্যকরণ কর্মসূচি (সিডিপি)
১৯. কৃষি সম্প্রসারণ উপমিশন (এসএমএই)
২০. বীজ ও রোপণ সামগ্রী উপমিশন (এসএমএসপি)
২১. জাতীয় খাদ্য সুরক্ষা ও পুষ্টি মিশন (এনএফএসএনএম)
২২. কৃষি বিপণনের জন্য সমন্বিত প্রকল্প (আইএসএএম)
২৩. উদ্যান পালন উন্নয়নের সংযুক্ত প্রকল্প (এমআইডিএইচ)
২৪. জাতীয় ভোজ্য তেল মিশন (এনএমইও)-পাম তেল
২৫. জাতীয় ভোজ্য তেল মিশন (এনএমইও)-তৈলবীজ
২৬. উত্তর-পূর্বাঞ্চলের জন্য জৈব মূল্য শৃঙ্খল উন্নয়ন মিশন
২৭. ডিজিটাল কৃষি মিশন
২৮. জাতীয় বাঁশ মিশন

এইসব প্রকল্পের সুবাদে যাঁদের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে, তেমন ৭৫০০০ কৃষকের সাফল্যের কাহিনী সংকলন প্রকাশ করেছে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)।

জাতীয় নমুনা সমীক্ষা কার্যালয় (এনএসএসও),দেশের গ্রামাঞ্চলে কৃষকদের পরিবারের একটি মূল্যায়ণ সমীক্ষা করেছে।

এই সমীক্ষা অনুযায়ী কৃষি পরিবারগুলির গড় মাসিক আয় ২০২২-২৩ সালে ছিল ৬,৪২৬ টাকা (এনএসএস ৭০-তম রাউন্ড)। ২০১৮-১৯ সালে তা বেড়ে হয়েছে ১০,২১৮ টাকা (এনএসএস ৭৭-তম রাউন্ড।

জাতীয় নমুনা সমীক্ষা কার্যালয়ের সমীক্ষা অনুযায়ী ২০১১-১২ সালে গ্রামীণ ক্ষেত্রে গড় মাথাপিছু মাসিক ভোগ ব্যয়ের পরিমাণ ছিল ১,৪৩০ টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪,১২২ টাকা। শহরাঞ্চলে গড় মাথাপিছু মাসিক ভোগ ব্যয়ের পরিমাণ ২০১১-১২ সালে ছিল ২,৬৩০ টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৬,৯৯৬ টাকা।


লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর এই তথ্য জানিয়েছেন।


SC/SD/NS


(Release ID: 2115447) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi