যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ডাক বিভাগ মাতা কর্মার উপর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে
Posted On:
26 MAR 2025 8:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
ভারতীয় ডাক বিভাগ সমাজ সংস্কারক ভগবান শ্রীকৃষ্ণের সাধিকা, সাধ্বী মাতা কর্মার ১০০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। ছত্তিশগড়ের রায়পুরে ২৫ মার্চ এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণুদেও সাঁই, আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী তোখান সাহু, রাজ্য বিধানসভার সদস্যরা। অখিল ভারতীয় তৈলিক মহাসভার সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী মাতা কর্মা তাঁর অবিচল ভক্তি, সাহস ও নিঃস্বার্থ সেবার জন্য পূজিত। পবিত্র শহর পুরীতে মন্দিরের সেবাকরা তাঁকে খিচুড়ি প্রস্তুত করতে অনুরোধ জানান। তাঁর সেই খিচুড়ি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন। এই ঐতিহ্যবাহী রীতিটি জগন্নাথ মন্দিরে আজও অনুসরণ করা হয়। স্মারক ডাকটিকিটে ভগবান শ্রীকৃষ্ণকে খিচুড়ি উৎসর্গ করার ছবি রয়েছে। এর পেছনে পবিত্র জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে।
সামাজিক সম্প্রীতি, মহিলাদের ক্ষমতায়ন এবং ধর্মের প্রতি অবিচল আস্থার জন্য মাতা কর্মা আজও অনুপ্রেরণার উৎস। অস্পৃশ্যতা এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে তাঁর সংগ্রাম সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। ডাক বিভাগ তাঁর সমাজ সংস্কারমূলক উদ্যোগকে সম্মান জানাতেই এই স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। দেশের বিভিন্ন ফিলাটেলি ব্যুরো এবং অনলাইনে www.epostoffice.gov.in থেকে এই ডাকটিকিট, এর ফার্স্ট ডে কভার সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে।
SC/CB/SB
(Release ID: 2115443)
Visitor Counter : 17