মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

পশু কল্যাণে জনসচেতনতা এবং অংশগ্রহণ

Posted On: 25 MAR 2025 12:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ মার্চ ২০২৫

 

পশুদের প্রতি নির্মম আচরণ প্রতিরোধ আইন ১৯৬০-এর ৯(কে) ধারার আওতায় গঠিত ভারতের পশু কল্যাণ পর্ষদের অন্যতম লক্ষ্য হল পশু-পাখির প্রতি সংবেদনশীল আচরণের ক্ষেত্রে মানুষকে সচেতন করে তোলা। এজন্য বক্তৃতামালার পাশাপাশি বই, পোস্টার, চলচ্চিত্র ভিত্তিক প্রদর্শনের আয়োজন করা হয়ে থাকে। সাধারণ মানুষের মধ্যে, বিশেষত বিদ্যালয়ের শিশুদের মধ্যে এসংক্রান্ত সচেতনতার প্রসারে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়গুলিতে এজন্য প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত স্তরে সচেতনতার প্রসারে জোর দেওয়া হচ্ছে। রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রমের ব্যবস্থাও। নিয়মিত ভিত্তিতে নির্দেশিকাও জারি করে থাকে পর্ষদ। আইন প্রণেতাদের এই বিষয়টি সচেতন করে তুলতে এসংক্রান্ত আইন-কানুন সম্পর্কে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ভারতের পশু কল্যাণ পর্ষদ। 

এই অর্থবর্ষে ১৯.১০.২০২৪ তারিখে বেঙ্গালুরুর থানিসাড্রায় একদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছেও পশু কল্যাণ সংক্রান্ত আইনের ওপর পুস্তিকা পাঠায় পর্ষদ। পশু নির্যাতনের খবর পাওয়া মাত্র বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য ও জেলা প্রশাসনের গোচরে আনা হয়। সংশ্লিষ্ট আইনটির আওতায় প্রতিকূল পরিস্থিতিতে পশু প্রাণীদের থাকতে বাধ্য করলে প্রথমবার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে জরিমানার পরিমাণ হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত। পশু-পাখিদের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গড়ে তোলা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। পথেঘাটে ঘুরে বেড়ানো পশু-পাখির নির্যাতন প্রতিরোধ স্থানীয় সংস্থারও দায়িত্ব। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এবিষয়ে বিশদে জানিয়েছেন মৎস্য চাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল। 

 


SC/AC/AS


(Release ID: 2114850) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Tamil