কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি শিথিল

Posted On: 24 MAR 2025 1:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫ 

 

তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কয়লা কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণবিধি শিথিল করা হয়েছে। আগে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ জাতীয় কয়লা বন্টন নীতি ২০০৭ (এনসিডিপি) অনুযায়ী নিয়ন্ত্রিত হ’ত। এই নীতি অনুযায়ী, কয়লা সংস্থা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে জ্বালানি সরবরাহ চুক্তি (এফএসএ)-র বাণিজ্যিক শর্ত মেনে কয়লা সরবরাহ করা হ’ত। ২০২২ সালে সরকার সিদ্ধান্ত নেয় যে, বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী কয়লার চাহিদা মেটাতে বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবপক্ষকে বার্ষিক চুক্তির পরিমাণ (এসিকিউ) মেনে কয়লা সংস্থাগুলিকে সরবরাহ করতে হবে। কয়লা সরবরাহের পরিমাণ এসিকিউ-র বেশি হলে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে প্রয়োজন অনুযায়ী কয়লা সরবরাহ করতে হবে। 


সরকারের লক্ষ্য হ’ল – কয়লার জোগান বাড়াতে উৎপাদন বৃদ্ধি করা। ২০২৩-২৪ অর্থবর্ষে কয়লা উৎপাদনে সর্বকালীন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৯৯৭.৮২৬ মিলিয়ন টন। ২০২৪-২৫ অর্থবর্ষে (ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) এখনও পর্যন্ত কয়লা উৎপাদিত হয়েছে ৯২৯.১৫ মিলিয়ন টন। কয়লার উৎপাদন বাড়াতে কোল ইন্ডিয়া লিমিটেড বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।


রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। 

 


SC/MP/SB


(Release ID: 2114655) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu