শিল্পওবাণিজ্যমন্ত্রক
পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার বৃহৎ পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা পিএমজি-র
Posted On:
24 MAR 2025 3:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫
শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর (ডিপিআইআইটি)-এর প্রকল্প নজরদারি গোষ্ঠী (পিএমজি)-র পক্ষ থেকে পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার প্রধান প্রধান পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয়।
সরকারি হিসেব অনুযায়ী, ১৯টি বড় প্রকল্পে ৬৩ হাজার ৮৫৮ কোটি টাকার বেশি আনুমানিক বিনিয়োগ হতে পারে। এর মধ্যে ৫টি বড় প্রকল্প শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন। এগুলি মূলত কর্মচারী রাজ্য বিমা নিগম-এর অধীন হাসপাতালগুলির সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে – বিমার আওতায় থাকা ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারগুলির জন্য বিশেষ বিশেষ চিকিৎসা, ওষুধ এবং হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়। এছাড়া ইস্পাত, কয়লা, সড়ক পরিবহণ ও মহাসড়ক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রেল এবং বিদ্যুতের সঙ্গে যুক্ত প্রকল্পও রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান আর্থিক উপদেষ্টা শ্রী প্রবীণ মাহতো। তিনি পরিকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন। এক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের ভূমিকার (https://pmg.dpiit.gov.in) কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার উপর জোর দেন তিনি।
SC/MP/SB
(Release ID: 2114654)
Visitor Counter : 14