বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন : হস্তচালিত তাঁতচালকদের কল্যাণে পরিকল্পনা

Posted On: 24 MAR 2025 12:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২৫

 


২০১৯-২০-র চতুর্থ সর্বভারতীয় হস্তচালিত তাঁতচালকশুমারী অনুযায়ী সারা দেশে ৩৫ লক্ষ ২২ হাজার ৫১২ জন হস্তচালিত তাঁতি রয়েছেন। যার মধ্যে পুদুচেরিতে আছেন ১ হাজার ৬৯০ জন। 

ভারত সরকারের বস্ত্র মন্ত্রক জাতীয় তন্তুবায় উন্নয়ন কর্মসূচির আওতায় হস্তচালিত তাঁতি/শ্রমিকদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে। ৬০ বছরের বেশী বয়সী যাঁদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম,তাঁদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এমন কী কেন্দ্রীয়/রাজ্য সরকার অনুমোদিত/তহবিলে পরিচালিত বস্ত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তরে পড়ার জন্য হস্তচালিত তাঁতি/শ্রমিকদের সন্তানরাও (দুই সন্তান পর্যন্ত) বার্ষিক ২ লক্ষ টাকা বৃত্তি পেয়ে থাকেন। 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা-র মতো বীমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক/দুর্ঘটনাজনিত মৃত্যু এবং সম্পূর্ণ/আংশিক অক্ষমতার ক্ষেত্রে সর্বজনীন এবং সাশ্রয়ী মূল্যে সামাজিক সুরক্ষা দেওয়া হয়ে থাকে। 

ভারত সরকারের বস্ত্রমন্ত্রক জাতীয় তন্তুবায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবর্ষে চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত ১৯২.০৬ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি কাঁচামাল সরবরাহ প্রকল্পে এই একই সময়ে ১৭১.৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা।

 

SC/SS/SKD


(Release ID: 2114645) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil