শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফেব্রুয়ারিতে সারা ভারতে কৃষি ও গ্রামীণ শ্রমিকদের উপভোক্তা মূল্য সূচক হ্রাস

Posted On: 24 MAR 2025 11:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ , ২০২৫

 

ফেব্রুয়ারি মাসে সারা ভারতে কৃষি শ্রমিক ও গ্রামীণ শ্রমিকদের উপভোক্তা মূল্য সূচক হ্রাস পেয়েছে। উভয় ক্ষেত্রেই এই সূচক ৭ পয়েন্ট করে কমেছে। 

এ বছরের জানুয়ারিতে কৃষি শ্রমিকদের উপভোক্তা মূল্য সূচক (সিপিআই-এএল) ছিল ১৩১৬। ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে ১৩০৯। একইভাবে জানুয়ারিতে গ্রামীণ শ্রমিকদের উপভোক্তা মূল্য সূচক (সিপিআই-আরএল) ছিল ১৩২৮। ফেব্রুয়ারিতে তা কমে হয়েছে ১৩২১। 

ফেব্রুয়ারিতে সিপিআই-এএল-এর ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.০৫ শতাংশ। অন্যদিকে একই মাসে সিপিআই-আরএল-এর ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.১০ শতাংশ। 

 


SC/MP/NS…


(Release ID: 2114644) Visitor Counter : 16