শিল্পওবাণিজ্যমন্ত্রক
মুজফ্ফরনগরের শামলি থেকে বাংলাদেশে জিআই ট্যাগ-যুক্ত গুড় রপ্তানি
Posted On:
22 MAR 2025 12:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মার্চ ২০২৫
ভারতের কৃষিজাত রপ্তানিকে শক্তিশালী করতে মুজফ্ফরনগরের শামলি থেকে বাংলাদেশে জিআই ট্যাগ-যুক্ত ৩০ মেট্রিক টন গুড় রপ্তানি করা হয়েছে। এই অঞ্চলটি উন্নত মানের আখ উৎপাদনের জন্য বিখ্যাত। ৩০ জানুয়ারি এই উপলক্ষে এপিইডিএ-র পৃষ্ঠপোষকতায় বাসমতী এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিইডিএফ) এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে সরাসরি গুড় রপ্তানি প্রক্রিয়া শুরু হল। এর আগে ২০২৩ এবং ২০২৪ সালে লেবানন ও ওমানে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাসমতী চাল রপ্তানি করা হয়েছিল। তারপর, এই গুড় রপ্তানি হল তৃতীয় সাফল্য।
এই উপলক্ষে বাসমতী চাল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি নিয়ে একটি সক্ষমতা নির্মাণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে প্রায় ২২০ জন কৃষক আলোচনায় অংশ নেন।
এই উদ্যোগ উত্তরপ্রদেশে কৃষিজাত রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর ফলে, কৃষকদের ক্ষমতায়নের পাশাপাশি কৃষি ক্ষেত্রে ভারতের সুস্থায়ী ও লাভজনক ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে।
SC/MP/AS
(Release ID: 2114108)
Visitor Counter : 29