বস্ত্রমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর: জিআই ট্যাগযুক্ত পণ্য
Posted On:
21 MAR 2025 12:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২৫
তাঁত ও হস্তশিল্প সামগ্রীর নকশা/উৎপাদনের নথিভুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ এবং জিআই (জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন) নিবন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে থাকে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। ৬৫৮টি জিআই ট্যাগ যুক্ত পণ্যের মধ্যে ২১৪টি হস্তশিল্প এবং ১০৪টি তাঁতশিল্পের পণ্য রয়েছে।
উৎপাদিত পণ্যের জিআই ট্যাগ নিবন্ধনের সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁত শিল্পী ও কারিগরদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। জিআই ট্যাগ যুক্ত তাঁত বস্ত্রের গুরুত্ব তুলে ধরতে সম্প্রতি এক শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এতে আন্তর্জাতিক ক্রেতা, দেশীয় রপ্তানীকারক, বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা যোগ দিয়েছিল।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিতা।
SC/MP/SB
(Release ID: 2113922)
Visitor Counter : 13