বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে মহিলা তন্তুবায় প্রসঙ্গে

Posted On: 21 MAR 2025 12:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২৫

 

তাঁতক্ষেত্রে মহিলা তন্তুবায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদেরকে উৎসাহ যোগাতে বস্ত্র মন্ত্রক তাঁদের সুস্থায়িত্বের লক্ষ্যে এবং ব্যবসা প্রসারের জন্য অতিরিক্ত অনুদান দিয়ে থাকে। ২০১৯-২০ চতুর্থ সর্বভারতীয় তাঁত সেন্সাসে দেখা গেছে, মণিপুর রাজ্যে ২ লক্ষ ১১ হাজার ৩২৭ জন মহিলা তন্তুবায় রয়েছেন। মণিপুর সহ অন্যান্য রাজ্যে মহিলা তন্তুবায়দের জন্য বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হয়। তাঁদের জন্য তাঁতক্ষেত্রে বিশেষ অগ্রাধিকারের সংস্থান রয়েছে। জাতীয় তাঁত বিকাশ কর্মসূচির অধীন দারিদ্র্যসীমার নিচে, তপশিলি জাতি, আদিবাসী, মহিলা, তৃতীয় লিঙ্গ এবং বিশেষভাবে সক্ষম তন্তুবায়দের কারখানা তৈরির জন্য ১০০ শতাংশ অনুদান দেওয়া হয়। এছাড়াও, ২০১৬ সাল থেকে মহিলা তন্তুবায়দের জন্য কমলা দেবী চট্টোপাধ্যায় পুরস্কার প্রদান করা হয়। বস্ত্র মন্ত্রক জাতীয় তাঁত বিকাশ কর্মসূচি এবং কাঁচামাল সরবরাহ কর্মসূচিতে মহিলা তন্তুবায়দের উন্নতিকল্পে বিভিন্ন সহায়তা প্রদান করে।

যোগ্য তাঁত সংস্থা / তন্তুবায়দের কাঁচামাল কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। উন্নতমানের তাঁত এবং সহায়ক সরঞ্জাম সংগ্রহ, সৌরবিদ্যুৎ সংযোগ, কারখানা গড়তে, দক্ষতা বিকাশে, পণ্য ও নকশার উন্নয়নকল্পে, কারিগরি এবং সাধারণ পরিকাঠামো ক্ষেত্রে, বিপণনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ‘মুদ্রা’ প্রকল্প এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে তন্তুবায়দের সুবিধাজনক ঋণ দেওয়ার সংস্থান রয়েছে।

মণিপুরের ইম্ফলে উইভার্স সার্ভিস সেন্টার তন্তুবায়দের উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে। মণিপুরের তিনটি হস্তচালিত পণ্য শাফি লামফি, ওয়াংখেই ফি এবং মৈরাং ফি, ১৯৯৯-এর জিআই আইনের আওতায় ২০১৪-র ৩১ মার্চ নথিভুক্ত হয়েছে। এছাড়াও, মণিপুরের লাশিং ফি, লেইরাম ফি এবং থাংকুল হাতে বোনা শাল জিআই আইনে নথিভুক্তির জন্য চিহ্নিত হয়েছে।
 
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিতা এই তথ্য জানিয়েছেন।

 

SC/AB/DM


(Release ID: 2113772) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil