মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্নোত্তর : মহাকাশ প্রযুক্তি স্টার্টআপগুলির জন্য তহবিল সহায়তা

प्रविष्टि तिथि: 20 MAR 2025 2:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মার্চ ২০২৫

 

প্রাথমিক স্তরের মহাকাশ প্রযুক্তির বাণিজ্যিকীকরণের জন্য ভারতীয় শিল্পমহল বিশেষত স্টার্টআপগুলিকে সাহায্য করতে IN-SPACe একটি প্রযুক্তি গ্রহণ তহবিল (টিএএফ) প্রকল্প চালু করেছে। 

এই তহবিলের উদ্দেশ্য হল : 

ক) বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বর্তমান মহাকাশ প্রযুক্তিকে TRL-3/4 থেকে TRL 7/8 (অথবা উচ্চতর)-তে উন্নীত করা। 
খ) উদ্ভাবনী পণ্যের উন্নয়ন।
গ) যেসব উপাদানের প্রযুক্তি ভারতে এখনও আসেনি, সেগুলির বিকল্পের অনুসন্ধান।

এই আর্থিক সহায়তা পেতে গেলে স্টার্টআপগুলিকে যেসব শর্ত পূরণ করতে হবে তা হল :

ক) স্টার্টআপটি ভারতীয় পরিচালনা ও নিয়ন্ত্রণে থাকবে। 
খ) স্টার্টআপের দেওয়া প্রস্তাবের বাণিজ্যিক মূল্য থাকবে। 
গ) স্টার্টআপটি অন্য কোন সরকারি মন্ত্রক/ দপ্তর থেকে এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা গ্রহণ করে না। 

এই প্রকল্পের লক্ষ্য হল জটিল মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তোলা এবং আমদানি করা উপাদানগুলির বিকল্প খোঁজা। যেসব স্টার্টআপ অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে তাদের সাহায্য করার পাশাপাশি দেশীয় কারিগরি সক্ষমতা বাড়ানো এর উদ্দেশ্য। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ভূ-বিজ্ঞান, প্রধানমন্ত্রীর সচিবালয়, পরমাণু শক্তি, মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।

 

SC/SD/AS/


(रिलीज़ आईडी: 2113327) आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu