কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
পিএম শিক্ষানবিশি প্রকল্প সম্পর্কে সচেতনতার প্রসারে প্রার্থীদের দ্বিতীয় মুক্ত শিবিরের (ওপেন হাউজ) আয়োজন করল কর্পোরেট বিষয়ক মন্ত্রক
Posted On:
20 MAR 2025 10:42AM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ মার্চ ২০২৫
কর্পোরেট বিষয়ক মন্ত্রক ১৯ মার্চ ২০২৫ তারিখে পিএম শিক্ষানবিশি প্রকল্প (পিএম ইন্টার্নশিপ স্কিম) সম্পর্কে আগ্রহী প্রার্থীদের দ্বিতীয় মুক্ত শিবিরের (ওপেন হাউজ) আয়োজন করল। প্রতি সপ্তাহে এধরনের মুক্ত শিবিরের পরিকল্পনা করেছে ওই মন্ত্রক।
বৈদ্যুতিন পন্থায় আয়োজিত এই শিবিরগুলিতে প্রার্থীরা ই-মেল-এর মাধ্যমে শেয়ার করা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্যাদি জেনে নিতে পারবেন। দ্বিতীয় শিবিরটিতে অগ্রিম ৩৪০ টি প্রশ্ন জমা পড়েছিল। ১০ মার্চ প্রথম শিবিরে জমা পড়েছিল ৪২৩ টি প্রশ্ন।
আলোচকদের মধ্যে ছিলেন মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং বিআইএসএজি-র প্রতিনিধিরা, যাঁরা এই উদ্যোগে অংশীদার।
SC/AC/CS…
(Release ID: 2113206)
Visitor Counter : 20