নারীওশিশুবিকাশমন্ত্রক
নিরাপত্তাহীনতায় ভোগা মহিলাদের সহায়তায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্ফ অ্যান্ড নিউরো সায়েন্সের পরিষেবা কাজে লাগাচ্ছে সরকার, চালু হয়েছে ‘মিশন শক্তি পোর্টাল’
Posted On:
19 MAR 2025 3:57PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ মার্চ ২০২৫
গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের রক্ষা করতে ২০২৫ সালে চালু হয়েছে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট- পিডব্লিউডিভিএ।
এই আইনের ৩ নম্বর ধারার বলা আছে, একজন মহিলার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের পক্ষে হানিকর য্কোনো কাজকেই গার্হস্থ্য হিংসা বলে ধরা হবে। বিবাহ সূত্রে বা অন্য ধরনের সম্পর্কের ক্ষেত্রেও এই আইন কার্যকর।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পোর্টালে (https://ncrb.gov.in) এবং প্রতিবেদনে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট আইনের আওতায় ২০২১ সালে ৫০৭ টি এবং ২০২২ সালে ৪৬৮টি মামলা দায়ের হয়েছে।
ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের প্রতিবেদন বলছে, ২০১৯-২১ সময়কালে ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে থাকা বিবাহিত মহিলাদের ২৯.৩ শতাংশ নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫-১৬ সময়কালে অনুপাতটি ছিল ৩১.২ শতাংশ।
পুলিশ এবং আইন-শৃঙ্খলার বিষয়গুলি রাজ্যের এক্তিয়ারভুক্ত। পিডব্লিউডিভিএ মোতাবেক মহিলাদের নিরাপত্তারক্ষায় প্রতিটি জেলায় প্রয়োজনীয় সংখ্যক আধিকারিক নিয়োগ করতে পারে রাজ্য সরকার। তাদের দায়িত্ব এসংক্রান্ত অভিযোগ ম্যাজিস্ট্রেটকে জানানো এবং ম্যাজিস্ট্রেটকে সহায়তা করা।
মহিলাদের সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ নিতে প্রস্তুত কেন্দ্র। সেইলক্ষ্যে দেশ জুড়ে অভিযোগ কেন্দ্র এবং হেল্ফ লাইন নম্বর চালু করা হয়েছে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য ১১২ নম্বরটি। চালু করা হয়েছে বিভিন্ন অ্যাপ।
চিকিৎসা, আইনি পরিষেবা, আশ্রয়, পুলিশি সহায়তা সহ সবধরনের ব্যবস্থাই করা হচ্ছে নানান ধরনের উদ্যোগের মাধ্যমে। দেশ জুড়ে বিভিন্ন অভিযোগকেন্দ্র মারফৎ ২০২৫-এর ৩১ জানুয়ারি পর্যন্ত ১০.৮ লক্ষ মহিলা সহায়তা পেয়েছেন। পুলিশ থানার আধিকারিকদেরও নারী নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে আরও সংবেদনশীল ও তৎপর হতে বলা হচ্ছে। মহিলাদের সুরক্ষায় কাজকর্ম কিভাবে এগোচ্ছে, তার নজরদারিতে চালু হয়েছে বিশেষ ড্যাশ বোর্ড।
কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক ২০২৫-এর ২২ জানুয়ারি চালু করেছে ‘মিশন শক্তি পোর্টাল’। বিভিন্ন সরকারি পরিষেবা মহিলাদের কাছে পৌঁছে দেওয়া এর লক্ষ্য।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।
SC/AC/CS
(Release ID: 2113205)
Visitor Counter : 16