সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর: প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার সাফল্য

Posted On: 19 MAR 2025 2:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা রূপায়িত হচ্ছে ২০২১-২২ থেকে। এই প্রকল্পে তিনটি বিষয়কে কেন্দ্র করে কাজ এগিয়ে চলেছে। ১) ‘আদর্শ গ্রাম’, ২) তপশিলি গোষ্ঠীভুক্ত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জেলা/রাজ্য-ভিত্তিক প্রকল্প বাবদ আর্থিক অনুদান এবং ৩) শিক্ষার্থীদের ছাত্রাবাস। 
তপশিলি গোষ্ঠীর মানুষের বসবাস বেশি এমন এলাকাগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন, দক্ষতায়ন ও কর্মসংস্থানের প্রসার এবং সাক্ষরতা ও শিক্ষার হার বাড়িয়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। 
২০২৪-২৫ অর্থবর্ষে ৪ হাজার ৯২৮টি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। উপকৃত হয়েছেন ৪ লক্ষ ২৫ হাজার ৮২১ জন। এইসব গ্রামে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 
দক্ষতায়ন ও কর্মসংস্থানের প্রসারের লক্ষ্যে ২০২১-২২ থেকে ৯ হাজার ৫৪৯টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ প্রদত্ত কেন্দ্রীয় অনুদানের পরিমাণ ১২১৯.৮ কোটি টাকা। উপকৃত হয়েছেন ২ লক্ষ ১ হাজার ৬। 
প্রকল্পটির আওতায় এখনও পর্যন্ত ৮৬৬টি ছাত্রাবাস নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। ৯৬টি ছাত্রাবাস নির্মীয়মান। এ বাবদ মঞ্জুর হয়েছে ৯৩৬.২৭ কোটি টাকা। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই কথা জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রামদাস আঠাওয়ালে। 

 

SC/AC/SB


(Release ID: 2112898) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu